Alaska City: বহুতলের পেটে আস্ত শহর!

Alaska: হুইটিয়ার শহরটি বেশ অদ্ভুদ। এই শহরের মানুষেরা থাকেন একটি ভবনে। নাগরিকদের জন্য় সব সুবিধা অছে ভবনের ভিতরে। এই ভবনে আছে থানা থেকে স্কুল সব কিছু। এই ভবনের নাম হুইটিয়ার টাউন।

Alaska City: বহুতলের পেটে আস্ত শহর!
| Updated on: May 07, 2023 | 4:20 PM

হুইটিয়ার শহরটি বেশ অদ্ভুত। এই শহরের মানুষেরা থাকেন একটি ভবনে। নাগরিকদের জন্য় সব সুবিধা অছে ভবনের ভিতরে। এই ভবনে আছে থানা থেকে স্কুল সব কিছু। এই ভবনের নাম হুইটিয়ার টাউন। এই ভবনের উচ্চতা ১৪ তলা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় হুইটিয়ার টাউন অবস্থিত। হুইটিয়ার টাউন,বেগিচ টাওয়ারও নামে পরিচিত।সব ধরনের সুবিধা পাবেন এই টাওয়ারে। এই ভবনের মধ্যে হাসপাতাল থেকে গির্জা,বাজার সব কিছুর সুবিধা আছে । থানাও আছে এই টাওয়ারের মধ্যে। কোন ব্যক্তি সমস্যায় পড়লে থানাতে অভিযোগ করতে পারবেন। এখানে ২০০ এর বেশি পরিবার বসবাস করেন । এখানে পাবেন লন্ড্রির সুবিধাও । এটি আগে ছিল একটি সেনা ব্যারাক যখন ঠান্ডা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের শেষে এটি পরিণত হয় বাসভবনে। এই বেগিচ টাওয়ারে অনেক মানুষ থাকেন কঠিন আবহাওয়ার জন্য়।

Follow Us: