Alia Bhatt News: নিয়মিত থেরাপি নিচ্ছেন আলিয়া, কী ঘটেছে নায়িকার?
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, এ নিয়ে কম কটূক্তি, আলোচনার মুখে পড়তে হয়নি আলিয়া ভাটকে। আলিয়া এখন রাহার মা। মেয়েকে সামলানোর পাশাপাশি পেশাদারের দায়িত্ব পূরণের ভাবনা প্রায়শই উদ্বিগ্ন করে তোলে আলিয়াকে। এর জন্য নিয়মিত থেরাপিও নিতে হচ্ছে অভিনেত্রীকে, এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, মানুষ তাঁকে নিয়ে কী ভাবছে, তা নিয়েও যথেষ্ট চিন্তিত আলিয়া।
অপরাধবোধে ভুগছেন আলিয়া
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, এ নিয়ে কম কটূক্তি, আলোচনার মুখে পড়তে হয়নি আলিয়া ভাটকে। আলিয়া এখন রাহার মা। মেয়েকে সামলানোর পাশাপাশি পেশাদারের দায়িত্ব পূরণের ভাবনা প্রায়শই উদ্বিগ্ন করে তোলে আলিয়াকে। এর জন্য নিয়মিত থেরাপিও নিতে হচ্ছে অভিনেত্রীকে, এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, মানুষ তাঁকে নিয়ে কী ভাবছে, তা নিয়েও যথেষ্ট চিন্তিত আলিয়া।
ফিল্মফেয়ারে যাচ্ছেন না বিবেক
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এর মনোনয়ন তালিকা। তাতে ৭টি বিভাগে নাম রয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রত্যাখান করলেন পরিচালক। তাঁর কথায়, “মিডিয়া মারফত শুনলাম ‘দ্য কাশ্মীর ফাইলস’ ৭টি বিভাগে মনোনীত হয়েছে। কিন্তু আমি খুবই ভদ্রভাবে এই অনৈতিক এবং সিনেমা-বিরোধী অনুষ্ঠানের অংশ হতে চাই না।”
নিজেকে উপহার প্রিয়াঙ্কার
বলিউড-হলিউড মিলিয়ে অভিনয় জগতে কম দিন হল না প্রিয়াঙ্কা চোপড়ার। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ সাফল্যের শীর্ষে তিনি। তবে জীবনের প্রথম বড় সাফল্য কীভাবে সেলিব্রেট করেছিলেন তিনি? প্রিয়াঙ্কার কথায়, “বড় অঙ্কের চেক পেয়ে প্রথমেই একটা গাড়ি কিনেছিলাম। এবং একটা সলিটায়ার হীরের আংটি কিনি নিজের জন্য। এরপর নিজের জন্য গয়না কিনতে থাকি।” এখানেই শেষ নয়, তিনি আরও জানান, জীবনের ছোট-বড় সব সাফল্য়কে তিনি উদযাপন করেছেন নিজেকে কিছু-না কিছু উপহার দিয়ে। এবং তাঁর এই ভাবনাকে বরাবর উৎসাহ দিয়েছে তাঁর পরিবার।
স্ত্রীকে নির্দেশ রহমানের
সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। সেখানে পুরো তামিল ভাষাতেই বক্তব্য রাখেন রহমান। তারপর যখন রহমানের স্ত্রী সায়রাকে বক্তব্য রাখতে বলা হয়, তখন প্রকাশ্য়েই রহমান বলেন, হিন্দিতে নয়, তামিলেই কথা বলতে হবে! সায়রা বলেন, “আমি খুব একটা ভাল তামিল বলতে পারি না। তবু চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। রহমানের কণ্ঠস্বর আমার খুব প্রিয়। ওর কণ্ঠস্বর শুনেই আমি প্রেমে পড়েছিলাম।” মাতৃভাষার প্রতি রহমানের প্রেম দেখে আপ্লুত নেটিজেনদের একাংশ।
ছাড়া পেলেন অভিনেত্রী
আরব আমিরশাহীর শারজার জেল থেকে ছাড়া পেলেন মুম্বইয়ের অভিনেত্রী ক্রিসান পেরেইরা। এপ্রিলের শুরুতে ট্রফির মধ্যে চরস জাতীয় মাদকের প্যাকেট বহন করে শারজার বিমানবন্দরে ধরা পড়েছিলেন তিনি। প্রায় এক মাস শারজায় হাজতবাস করতে হয়েছে এই অভিনেত্রীকে। অবশেষে ছাড়া পেলেন তিনি।
দুর্ঘটনার মুখোমুখি সেলেব দম্পতি
মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। ঘটনা এতটাই ভয়াবহ যে উড়ালপুল থেকে উল্টে যেতে পারত গাড়ি। যে গাড়িটির উপর ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছিলেন, সেই গাড়ির ছবি শেয়ার করে সপ্তর্ষি লেখেন, “এই গাড়ির চালক আমাদের গাড়িটিকে ওভারটেক করে উল্টো দিক থেকে এবং আমাদের অন্য এক গাড়ির দিকে সজোরে ঠেলে দেয়। ব্রিজ থেকে আমরা পড়ে যেতে পারতাম। কোনও বাইক আরোহীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারত দুর্ঘটনায়।”
মনে ধরল না কামব্যাক?
‘রামপ্রসাদ’ ধারাবাহিকের মধ্যে দিয়েই ফের ধারাবাহিকে ফিরেছিলেন সব্যসাচী চৌধুরী। কিন্তু তাঁর কামব্যাক মনে ধরল না দর্শকদের, অন্তুত প্রথম সপ্তাহের টিআরপি যেন সে আভাসই দিচ্ছে। এই সপ্তাহে প্রথম দশেও জায়গা করতে পারেনি ওই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর মাত্র ৩.২।
জায়গা হারিয়ে কী বলছেন দিব্যজ্যোতি?
পরপর দুই সপ্তাহ ‘অনুরাগের ছোঁয়া’ প্রথম হতে পারেনি। এই সপ্তাহেও প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। কী বলছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত? তাঁর কথায়, “যখন ‘চুনিপান্না’ সিরিয়াল করতাম, তখন আমরা স্লট লিডারও ছিলাম না। তাই টিআরপিতে কী হল ভেবে কী করব?”
শুনতে হল কটাক্ষ
টলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। তাঁদের প্রেমের খবর সকলেরই জানা। সম্প্রতি শ্বেতা ও রুবেলের এক ছবি নিয়ে জোর চর্চা। ‘ভালবাসার মরসুমে’ ‘গীতবিতানের দিব্যি’ খেয়ে ২জনের চুম্বনের ছবি শেয়ার করেছিলেন। আর তাতেই রে-রে করে তেড়ে এল নেটিজেনদের একটা বড় অংশ।