Teacher Beaten in Birbhum: ইতিহাস শিক্ষককে মার প্যারা শিক্ষকের!
School Teacher Beaten: ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একটি ঘরের মধ্যে আশ্রয় নেন ওই প্যারা শিক্ষক। সেই ঘরের দরজা ভাঙার চেষ্টা ছাত্র-ছাত্রী সহ গ্রামবাসীদের।
পাড়ুই থানার অন্তর্গত বাঁধনবগ্রাম উচ্চ বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক উত্তম সাহাকে বেধড়ক মারধর করলো স্কুলের প্যারা শিক্ষকের স্বামীর বিরুদ্ধে । অভিযোগ শিখা দাস ওই স্কুলের প্যারা শিক্ষক এবং তার মেয়ে ক্লাস নাইনে ছাত্রী অপরাজিতা দাস গতকাল ইতিহাসের পড়া না পারায় বেশ কিছু ছাত্র-ছাত্রীকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল উত্তমবাবু। তারপর থেকেই শিখা দাস ওই স্কুলেরই প্যারা শিক্ষক রাগ পোষণ করছিল সেই মতো আজ সকালে যখন উত্তমবাবু স্কুল আসছিলেন তখন তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একটি ঘরের মধ্যে আশ্রয় নেন ওই প্যারা শিক্ষক। সেই ঘরের দরজা ভাঙার চেষ্টা ছাত্র-ছাত্রী সহ গ্রামবাসীদের।
Latest Videos