Vande Bharat: এবার অ্যালুমিনিয়ামের বন্দে ভারত!

Vande Bharat: এবার অ্যালুমিনিয়ামের বন্দে ভারত!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 29, 2023 | 5:15 PM

Vande Bharat: রক্ষণাবেক্ষণ ও ট্রেনের বডি বানানোর জন্য ৩০,০০০ কোটি টাকার টেন্ডার পেয়েছে। অ্যালুমিনিয়ামের ট্রেনগুলি অনেকটাই হালকা হবে বলে জানা গিয়েছে। অ্যালস্টময়ের এবছর ৪০% টার্নওভার বেড়েছে। অ্যালস্টময়ের সব থেকে বেশি কর্মীরা ভারতে কাজ করছে। ভারতের সব মেট্রো প্রকল্পের সঙ্গে অ্যালস্টম যুক্ত।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এবার ব্যবহার করা হবে অ্যালুমিনিয়াম প্রযুক্তি। এই প্রযুক্তির ট্রেনের নকশা করতে একটি ইঞ্জিনিয়ারিং দল এসেছে ।এই ট্রেনের বেশিভাগ তৈরির কাজটাই গুজরাটে করা হবে । অ্যালস্টমের ইঞ্জিনিয়ারিং দলটি ১০০টি অ্যালুমিনিয়াম বডি বানানোর টেন্ডার পেয়েছে।

রক্ষণাবেক্ষণ ও ট্রেনের বডি বানানোর জন্য ৩০,০০০ কোটি টাকার টেন্ডার পেয়েছে। অ্যালুমিনিয়ামের ট্রেনগুলি অনেকটাই হালকা হবে বলে জানা গিয়েছে। অ্যালস্টময়ের এবছর ৪০% টার্নওভার বেড়েছে। অ্যালস্টময়ের সব থেকে বেশি কর্মীরা ভারতে কাজ করছে। ভারতের সব মেট্রো প্রকল্পের সঙ্গে অ্যালস্টম যুক্ত।

এখন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চেয়ার কারের সংস্করণ কাজ চলছে। তবে কিছু দিনের মধ্যে আরও ২টি নতুন সংস্করণ শুরু করার কথা চলছে। তারমধ্যে একটি হল বন্দে ভারত স্লিপার। অন্যটি হল বন্দে ভারত মেট্রো। এখনও জানা যায়নি এই ২টি ট্রেনে এই অ্যালুমিনিয়াম প্রযুক্তি ব্যবহার হবে কি না।