AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ammonia Gas Leak: বড় দুর্ঘটনা মহাকাশে

Ammonia Gas Leak: বড় দুর্ঘটনা মহাকাশে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 7:09 PM

Share

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। বড় দুর্ঘটনা ঘটেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। স্পেস স্টেশনের রাশিয়ান মডিউলে ফুটো হয়েছে। সেই ফুটো দিয়ে লিক করছে অ্যামোনিয়া গ্যাস।

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। বড় দুর্ঘটনা ঘটেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। স্পেস স্টেশনের রাশিয়ান মডিউলে ফুটো হয়েছে। সেই ফুটো দিয়ে লিক করছে অ্যামোনিয়া গ্যাস। বিপজ্জনক ও বিষাক্ত এই গ্যাস কীভাবে এল স্পেস স্টেশনে? ২০১০ এ আইএসএস এ আসে স্পেস শাটল মিশন STS132 ।

স্পেস স্টেশনের ভেতর উৎপন্ন তাপ নিয়ন্ত্রণ করতে ওই মডিউলে ব্যবহৃত হয় অ্যামোনিয়া। তার থেকেই বেরিয়ে এসেছে এই গ্যাস। বিগত কয়েক মাসে এই ঘটনা একাধিকবার ঘটেছে। তবে এর আগে তা এত ব্যাপক আকার নেয়নি। লিক করা অ্যামোনিয়ায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্ষতি হয়নি। জানিয়েছে নাসা। মহাকাশচারীদের স্পেস ওয়াকের সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মহাকাশচারী জেসমিন মোগবেলি প্রথম দেখতে পান এই গ্যাস লিক হচ্ছে।