Apple MacBook Air: MacBook-এ বিরাট ছাড়!
Apple-এর যে কোনও ডিভাইসের দাম সবসময়ই বেশি। আইফোন থেকে শুরু করে ম্যাকবুক, সব কিছুরই আকাশ ছোঁয়া দাম। ফলে বহুদিন ধরে প্ল্যান করেও কিনে উঠতে পারেন না অনেক মানুষই। খুব কম সময়ের জন্যই Apple MacBook-এর উপর ডিসকাউন্ট দেওয়া হয়। আপনি Croma থেকে Apple MacBook Air অর্ডার করতে পারেন।
বাজারে বিভিন্ন ধরনের ফোন থেকে শুরু করে ল্যাপটপ পাওয়া যায়। কিন্তু অ্যাপেলের ডিভাইসের দাম বেশি।
ম্যাকবুক থেকে শুরু করে আইফোনের দাম অনেক। এত বেশি দাম থাকার জন্য বেশিরভাগ মানুষই তা কিনতে পারেন না। Apple MacBook-এর ওপর ডিসকাউন্ট সব সময় দেওয়া হয় না। অ্যাপেল ম্যাকবুক এয়ার এখন অর্ডার করতে পারবেন Croma থেকে।
১৭% ছাড়ে এই ল্যাপটপ পাবেন মাত্র ৮২,৯০০ টাকায়। ছাড় দেওয়ার আগের দাম ছিল
এই ল্যাপটপের ৯৯,৯০০ । ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলেও ছাড়ের সুবিধা পাবেন।
৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ে সুযোগ আছে। M1 প্রসেসর দেওয়া হচ্ছে ম্যাকবুক এয়ারে। এই ম্যাকবুকের স্পিড খুব ভাল। এই ম্যাকবুকে রয়েছে ৮ জিবি RAM-ও। ক্রেডিট কার্ডের এই অফার থেকেই স্পষ্ট। এখন মধ্যবিত্তের হাতের নাগালে Apple MacBook
Published on: May 16, 2023 06:40 PM
Latest Videos