Royal Enfield: আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
রয়্যাল এনফিল্ড এতদিন বিভিন্ন নতুন মডেলের বাইক এনেছে বাজারে। গত বছরের থেকে বাইক বিক্রির পরিমাণও অনেক বেড়েছে। দিনের পর দিন রয়্যাল এনফিল্ডের চাহিদা বাড়ছে। বাইক প্রেমিকদের জন্য সুখবর।
রয়্যাল এনফিল্ড এতদিন বিভিন্ন নতুন মডেলের বাইক এনেছে বাজারে। গত বছরের থেকে বাইক বিক্রির পরিমাণও অনেক বেড়েছে। দিনের পর দিন রয়্যাল এনফিল্ডের চাহিদা বাড়ছে। বাইক প্রেমিকদের জন্য সুখবর। রয়্যাল এনফিল্ড কয়েক দিনের মধ্যেই চমক দেবে বাইক প্রেমিকদের। রয়্যাল এনফিল্ড আনতে চলেছে ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক কেনার জন্য নতুন কারখানা খুলবে তামিলনাড়ুতে । ইলেকট্রিক বাইকেও নজর কাড়বে রয়্যাল এনফিল্ড। ২০২৫ থেকে ২০২৬ এ আসতে চলেছে এই বাইক । এই ইলেকট্রিক বাইকও যেকোন বাইককে টক্কর দেবে। ভারতে এই বাইক আসার আগে নানা রকম পরীক্ষা করছে এই বাইক সংস্থা। এই বাইকে অনেক নতুন ফিচার্স আনা হবে । স্টাইলি ও ডিজাইনের দিক থেকে এই বাইক অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে। নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে বলে অনুমান।
Latest Videos