Five Star Hotel: বিনা পয়সায় থাকতে চান পাঁচ তারা হোটেলে?
বেড়াতে যেতে অনেকেই পছন্দ করেন। বেড়াতে গিয়ে পাঁচ তারা হোটেলে থাকা আপনার স্বপ্ন? বিনামূল্যে পাঁচ তারা হোটেলে ছুটি উপভোগ করতে পারবেন। ভাবছেন বিনামূল্যে আবার পাঁচ তারা হোটেলে থাকা যায় নাকি?
ঘুরতে গিয়ে ৫ তারা হোটেলে থাকা। তাও আবার বিনামূল্যে। এ তো সোনায় সোহাগা। এ আবার হয় নাকি? হয়। কিন্তু কিভাবে?বিনামূল্যে এবার ৫ তারা হোটেলে কাটাতে পারবেন আপনার পরম প্রিয় হলিডে। আপনার ক্রেডিট কার্ডে পাওয়া লয়্যালটি পয়েন্টগুলি ব্যবহার করতে পারেন । কীভাবে মেলে এই লয়্যালটি পয়েন্ট?উড়ানের টিকিট বুক করার সময় অনেক ক্রেডিট কার্ডেই মেলে লয়্যালটি পয়েন্ট। সেই পয়েন্ট ব্যবহার করুন। কিছু হোটেলও এই সুযোগ দেয়।বেশ কয়েকটি ৫ তারা হোটেল এরকম বেশ কিছু প্রতিযোগিতা আয়োজন করে।সেখানে আপনি জিতলেই বিনামূল্যে থাকতে পারবেন। এই ৫তারা হোটেলের তালিকায় রয়েছে কারা? তারা হল- আইটিসি, নভোটেল, মেট্রট এবং তাজ।
Published on: May 16, 2023 07:08 PM
Latest Videos