Teomim Cave News: রহস্য়জনক গুহার হদিশ!
প্রত্নতত্ত্ববিদরা জেরুজালেমের কাছে হদিশ পান তেওমিম গুহার। সেখানে তাঁরা দেখতে পান একটি ফাটলের মত জায়গা। সেই ফাটলের মধ্যে দিয়ে ১ জন মানুষ ঢুকে যেতে পারবেন। সেখানে হদিশ মিলবে আরও একটি ঘরের মত জায়গা।
প্রত্নতত্ত্ববিদরা জেরুজালেমের কাছে হদিশ পান তেওমিম গুহার। সেখানে তাঁরা দেখতে পান একটি ফাটলের মত জায়গা। সেই ফাটলের মধ্যে দিয়ে ১ জন মানুষ ঢুকে যেতে পারবেন। সেখানে হদিশ মিলবে আরও একটি ঘরের মত জায়গা। বিশেষজ্ঞদের দাবি,এই গুহাটি ব্যবহার করতেন রোমান সৈনিকরা।
গুহাটির মধ্যে পাওয়া গিয়েছে মাটি, ব্রোঞ্জ ও তামার প্রদীপ। এছাড়াও আছে পুরুষ ও নারীর কঙ্কাল, মনুষের মাথার খুলি। তেওমিম শব্দটির মানে হল যমজ গুহা। প্রত্নতত্ত্ববিদদের মতে, ওই গুহা থেকে বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে। সেই জিনিসগুলো রোমান যুগে ব্যবহার করা হত গোপন আচার অনুষ্ঠানে।
প্রত্নতত্ত্ববিদদের মতে,কোনও রোমান সৈনিক দেখতে পান এই গুহাটি । তারপর থেকেই সেখানে গোপন অভিসারের কারণে এই গুহাটি তিনি ব্যবহার করেন। গুহাটি থেকে পাওয়া যায় ১২০টি প্রদীপ। ইহুদি যোদ্ধারা এই গুহা ব্যবহার করতেন অস্ত্রাগার হিসেবে । তাঁরা এই গুহার ভেতরের ঘরটির খবর পাননি। প্রথম ঘরটিতে রাখা হত অস্ত্র।