Asansol Trinamool News: তীব্র দাবদাহ! শিল্পাঞ্চলের মানুষকে স্বস্তি দিতে বরুণ দেবের আরাধনায় যজ্ঞ, উদ্যোগী তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 13, 2023 | 2:26 PM

প্রচন্ড দাবদাহ। সঙ্গে বাতাসে তপ্ত লু। বৃষ্টির দেখা নেই। বৃষ্টির আশায় হয়ে গেল যজ্ঞ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যজ্ঞের অনুষ্ঠান করা হয় শুক্রবার। আসানসোলের ঊষাগ্রাম দুর্গা মন্দিরে আসানসোল পুরনিগমের মেয়র তথা ব্লক তৃণমূল সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই যজ্ঞের আয়োজন করা হয়।

আসানসোল: প্রচন্ড দাবদাহ। সঙ্গে বাতাসে তপ্ত লু। বৃষ্টির দেখা নেই। বৃষ্টির আশায় হয়ে গেল যজ্ঞ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যজ্ঞের অনুষ্ঠান করা হয় শুক্রবার। আসানসোলের ঊষাগ্রাম দুর্গা মন্দিরে আসানসোল পুরনিগমের মেয়র তথা ব্লক তৃণমূল সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই যজ্ঞের আয়োজন করা হয়। আসানসোল শিল্পাঞ্চলে তাপমাত্রার পারদ প্রায় ৩৫ থেকে ৪০ ডিগ্রির কাছে ওঠা নামা করছে। এমতাবস্থায় প্রচন্ড তাপদাহে অস্বস্তিতে শিল্পাঞ্চলের মানুষ। এই গরমের হাত থেকে শিল্পাঞ্চলকে কিছুটা রেহাই দিতে বরুণ দেবের কাছে আরাধনায় এই যোগ্যর আয়োজন করা হয়েছে বলে জানান গুরুদাস চট্টোপাধ্যায়। এদিকে প্রচন্ড দাবদাহে দুপুরের পর থেকেই রাস্তাঘাট প্রায় ফাঁকা। জরুরী কাজে যে সমস্ত মানুষ রাস্তায় বের হচ্ছেন , তারাও মাথায় ছাতা নিয়ে রোজ চশমা পড়ে বের হচ্ছেন। পথ চলতি মানুষ ভিড় জমাচ্ছেন আমের শরবত ও ফলের রসের দোকানগুলিতে। সব মিলে প্রচন্ড তাপদাহের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন শিল্পাঞ্চলবাসী।আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস থাকলে বৃষ্টির দেখা পেতে চাতক পাখির মত তাকিয়ে সবাই।