China Space Mission: গোপনে চিনের সফল মহাকাশ অভিযান

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 13, 2023 | 2:57 PM

২০২২-এ একটি মহাকাশযান চিন থেকে পৃথিবীর কক্ষপথে যায়। তার সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি চিন। মহাকাশযানটি ২৭৬ দিন পৃথিবীর কক্ষপথে থেকে সোমবার পৃথিবীতে ফিরে এসেছে। চিনের সরকারি গণমাধ্যম একে ঐতিহাসিক মিশন বলেছে।

২০২২ এ একটি মহাকাশযান চিন থেকে পৃথিবীর কক্ষপথে যায়। তার সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি চিন। মহাকাশযানটি ২৭৬ দিন পৃথিবীর কক্ষপথে থেকে সোমবার পৃথিবীতে ফিরে এসেছে। চিনের সরকারি গণমাধ্যম একে ঐতিহাসিক মিশন বলেছে। চিনা গণমাধ্যমের মতে, মহাকাশে দীর্ঘ ২৭৬ দিন অবস্থান করে এই মহাকাশযান। চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্রে সফলভাবে ফেরে মহাকাশযানটি । ২০২২ অগস্টে এটি উৎক্ষেপণ হয় ক্রুবিহীন মহাকাশযানটি । মহাকাশযানের কোনও বিস্তারিত তথ্য দেয়নি চিন। এই ঘটনায় গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা । তাঁদের দাবি তথ্য গোপন করছে চিন । কী প্রযুক্তিতে, কোন উদ্দেশ্যে, কত উচ্চতায় ছিল মহাকাশযান কিছুই জানা যায়নি। মহাকাশযানটির ছবিও এখনও প্রকাশ করা হয়নি। একটি সূত্রের মতে পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির উপর গবেষণা করতেই এই অভিযান । কম খরচে এবং সস্তায় কীভাবে মহাকাশ অভিযান হয় তার খোঁজেই এই অভিযান । ২০২১ এও চিন এরকম একটি মহাকাশঅভিযান করে । সেটির তথ্য ও গোপন করে চিন । তিন মহাকাশচারী চেন ডোং, ক্যান শুঝে এবং লিউ ইয়াংকে মহাকাশে পাঠায় চিন । তারা চিনের অসম্পূর্ণ স্পেস স্টেশনে ৬ মাস থেকে নিরাপদে পৃথিবীতে ফেরেন । এখন আমেরিকার X-37B মতো একটি স্পেসপ্লেন তৈরির চেষ্টা চালাচ্ছে চিন।

Published on: May 13, 2023 02:52 PM