Bank Locker New Rule: ব্যাঙ্ক লকারে একগুচ্ছ নতুন নিয়ম

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 14, 2023 | 9:36 AM

দামি অলঙ্কার, মূল্যবান নথি রাখা হয় ব্যাঙ্কের লকারে। এবার লকার রাখার নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে লকার নিলে লকারের চুক্তি নবীকরণ করতে হবে। এবিষয়ে কিছু নির্দেশিকা জারি করেছে আরবিআই। ইতিমধ্যে ব্যাঙ্কগুলিকে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা। কী কী লকারে রাখা যাবে আর কী রাখা যাবে না তাও স্পষ্ট করে জানানো হয়েছে। নতুন […]

দামি অলঙ্কার, মূল্যবান নথি রাখা হয় ব্যাঙ্কের লকারে। এবার লকার রাখার নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে লকার নিলে লকারের চুক্তি নবীকরণ করতে হবে। এবিষয়ে কিছু নির্দেশিকা জারি করেছে আরবিআই। ইতিমধ্যে ব্যাঙ্কগুলিকে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা। কী কী লকারে রাখা যাবে আর কী রাখা যাবে না তাও স্পষ্ট করে জানানো হয়েছে। নতুন নিয়মে গ্রাহকরা শুধু বৈধ কাগজপত্র ও অলঙ্কারই রাখতে পারবেন লকারে। হস্তান্তর করা যাবে না লকার। গ্রাহক ব্যক্তিগত কাজেই ব্যবহার করতে পারবেন লকার। এই সংক্রান্ত একটি মডেল চুক্তি তৈরি করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। সেই মত ব্যাঙ্কগুলি তৈরি করছে নতুন চুক্তি। নতুন লকার নিলে স্ট্যাম্প পেপারের খরচ দিতে হবে গ্রাহককে। চুক্তি নবীকরণে স্ট্যাম্প পেপারের খরচ দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আইনি বৈধতা ছাড়া কিছুই রাখা যাবে না লকারে। অবৈধ অলঙ্কার, অবৈধ নথি, বৈদেশিক মুদ্রা রাখা যাবে না লকারে। রাখা যাবে না কোনও অস্ত্রশস্ত্র, বিষাক্ত পদার্থ এবং ওষুধ।নতুন নিয়মে ব্যাঙ্কের বেশকিছু দায় কমছে। অবৈধভাবে লকারের পাসওয়ার্ডের ব্যবহারে দায় বর্তাবে গ্রাহকের ওপরই।

Published on: May 13, 2023 03:27 PM