Balurghat: গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

Balurghat: গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 15, 2023 | 7:00 PM

যাদবপুরে কলেজ হোস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর বালুরঘাট গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল আবাসিক ছাত্রীরা। বালুরঘাট গার্লস হোস্টেলের বেশিরভাগ জানালা ভাঙ্গা। হোস্টেল চত্বরে গাছগাছালিয়ে ভর্তি হয়ে গেছে। এমনকি হোস্টলে নেই পানীয় জলের ব্যবস্থা। হোস্টেলের অব্যবস্থা নিয়ে সরব পড়ুয়ারা।

যাদবপুরে কলেজ হোস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর বালুরঘাট গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল আবাসিক ছাত্রীরা। বালুরঘাট গার্লস হোস্টের বেশিরভাগ জানালা ভাঙ্গা। হোস্টেল চত্বরে গাছগাছালিয়ে ভর্তি হয়ে গেছে। এমনকি হোস্টলে নেই পানীয় জলেরলে ব্যবস্থা। হোস্টেলের অব্যবস্থা নিয়ে সরব পড়ুয়ারা। গার্লস হোস্টেলের অব্যবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। কথা বলেন হোস্টেল ছাত্রীদের সঙ্গে। এদিকে সাধ্যমত হোস্টেলে ছাত্রীদের পাশে থাকবেন বলে বিধায়ক অশোক কুমার লাহিড়ী জানিয়েছেন।

প্রসঙ্গত, বালুরঘাট কলেজের মহিলা হোস্টেলটি রয়েছে বালুরঘাট শহরের ব্রতী সংঘ সংলগ্ন এলাকায়। মহিলাদের হোস্টেলে একাধিক সমস্যা রয়েছে। যার মধ্যে অন্যতম হোস্টেলের একাধিক ঘরে নেই জানালা ও দরজা। নেই কোন পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা। পাশাপাশি হোস্টেলের চারপাশে আগাছায় পরিপূর্ণ হওয়ার ফলে মশা মাছি উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। এমনই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বালুরঘাট কলেজ হোস্টেলের ছাত্রীদের। সমস্যার কথা একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও তার সমাধান হয়নি বলেই অভিযোগ। এর ফলে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে ছাত্রীদের।

এই হোস্টেলে প্রায় ৩৭ জন ছাত্রী থাকে। ছাত্রীদের অভিযোগ বিগত প্রায় দেড় বছর ধরে এই সমস্যা গুলির সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন কি ভেঙ্গে যাওয়া জানালা কিংবা দরজার যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটির মধ্যে খবরের কাগজ কিংবা প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে। এমনই দৃশ্য দেখার পরও হুঁশ ফেরেনি কলেজ কর্তৃপক্ষের। সমস্যার কথা একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু সমস্যা আজও সমাধান হয়নি। নামমাত্র একটি খাওয়ার জলের মেশিন রয়েছে। কিন্তু সেটা দিয়েও জল সব সময় পড়ে না। এর ফলে বাইরে থেকে কিনে জল খেতে হয় বলে অভিযোগ। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ছাত্রী আবাসনে থাকবার জন্য যে অর্থ দিতে হয় এই অর্থ প্রদান করার পরেও ছাত্রী আবাসনের অবস্থা এইরকম। হোস্টেলের ফ্রি দেবার পরেও ছাত্রীদের খাবার থেকে শুরু করে ঘর পরিষ্কার এমনকি বাথরুম পরিষ্কার করবার জন্য জিনিসপত্র কিনে আনতে হয় বলে অভিযোগ।