Asian Highway Communication Closed: বিচ্ছিন্ন দ্বীপ আলিপুরদুয়ার!
কালচিনি ব্লকে বিবাড়ি এলাকায় গোবরজদি সেতুর সংযোগকারী এশিয়ান হাইওয়ে সড়কের পঞ্চাশ মিটার অংশ গতকাল প্রবল জলের স্রোতে ভেঙ্গে গিয়েছিল। বর্তমানে ভুটান গামী সড়কে যোগাযোগ প্রায় বন্ধ। বৃষ্টি কম হওয়ায় গোবরজদি নদীর জলস্তর অনেক কমেছে। বর্তমানে নদী পেরিয়ে ওপারে যাচ্ছে সাধারন মানুষ।
কালচিনিব্লকে বিবাড়ি এলাকায় গোবরজদি সেতুর সংযোগ কারী এশিয়ান হাইওয়ে সড়কের পঞ্চাশ মিটার অংশ গতকাল প্রবল জলের স্রোতে ভেঙ্গে গিয়েছিল। বর্তমানে ভুটান গামী সড়কে যোগাযোগ প্রায় বন্ধ। বৃষ্টি কম হওয়ায় গোবরজদি নদীর জলস্তর অনেক কমেছে। বর্তমানে নদী পেরিয়ে ওপারে যাচ্ছে সাধারন মানুষ। গাড়ি চলাচল একেবারেই বন্ধ। সমস্যায় পড়েছে সাধারণ সাধারন মানুষ। সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারাও। বর্তমানে গোবরজদি জলস্তর কমে যাওয়ায় গোবরজদি নদী হয়ে চলছে যাতায়াত। যদিও ভাঙ্গা সড়ক দ্রত গতিতে মেরামতের কাজ শুরু হয়েছে। এখন মেরামতির কাজ শেষ হবে তা নিয়ে ধন্দে এলাকার বাসিন্দারা।
Latest Videos