New 9th Planet: পৃথিবীর যমজ গ্রহ

New 9th Planet: পৃথিবীর যমজ গ্রহ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 3:47 PM

একেবারে যেন পৃথিবীর যমজ। খোঁজ পাওয়া গেল এমনই এক গ্রহের। নেপচুনের পিছনের কুইপার বেল্টে এরকমই একটি গ্রহের অস্তিত্ব খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে প্লানেট নাইন।

একেবারে যেন পৃথিবীর যমজ। খোঁজ পাওয়া গেল এমনই এক গ্রহের। নেপচুনের পিছনের কুইপার বেল্টে এরকমই একটি গ্রহের অস্তিত্ব খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে প্লানেট নাইন। জোর জল্পনা, হুবহু পৃথিবীর মতো দেখতে এই গ্রহে কি তবে রয়েছে প্রাণের অস্তিত্ব? অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে সম্প্রতি এই গ্রহের সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নেপচুনের পিছনে একটি বরফের বলয় কুইপার বেল্ট। ডাচ মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপারের নাম থেকে এই নাম। কুইপার বেল্ট প্রথম আবিষ্কৃত হয় ১৯৫১এ। এখনও এখানে কোনও নভোযান পৌঁছয়নি। এখন সৌর জগতের শেষ গ্রহ নেপচুন। ২০০৬ পর্যন্ত প্লুটোকে গ্রহ হিসাবে ধরা হত। তারপর গ্রহের মর্যাদা হারায় প্লুটো। বর্তমানে প্লুটো একটি বামন গ্রহ। জ্যোতির্বিজ্ঞানীরা এতদিন ভাবতেন প্লুটোর পরেও গ্রহ আছে। এই প্ল্যানেট নাইনের আকার অনেকটাই বড়। তবে যতটা দূরে ভাবা হয়েছিল এই গ্রহ তার থেকে অনেকটাই কাছে প্ল্যানেট নাইন।