Nagrakata Teak Wood Smuggling: সেগুন কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তরের ডায়না রেঞ্জ

Nagrakata Teak Wood Smuggling: সেগুন কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তরের ডায়না রেঞ্জ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 08, 2023 | 2:32 PM

গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ৩৫ সি এফ টি সেগুন কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটার ঘাসমারী বস্তি এলাকা থেকে এই চোরাই কাঠ উদ্ধার হয়। জানা গিয়েছে, সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই স্থানটিতে বনকর্মী ও এসএসবি জওয়ানরা তাড়া করে অন্যত্র পাচারের জন্য পাড়ি দেওয়া চোরাই কাঠ বোঝাই গাড়িটিকে পাকড়াও করেন

সেগুন কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তরের ডায়না রেঞ্জ! সহযোগিতায় ছিল এসএসবি। গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ৩৫ সি এফ টি সেগুন কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটার ঘাসমারী বস্তি এলাকা থেকে এই চোরাই কাঠ উদ্ধার হয়। জানা গিয়েছে, সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই স্থানটিতে বনকর্মী ও এসএসবি জওয়ানরা তাড়া করে অন্যত্র পাচারের জন্য পাড়ি দেওয়া চোরাই কাঠ বোঝাই গাড়িটিকে পাকড়াও করেন। কাঠ উদ্ধার করা গেলেও গাড়ি ফেলে রেখে চালক চম্পট দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকালের অভিযানে ছিলেন ডায়নার রেঞ্জার অশেষ পাল, বিট অফিসার স্বপন সেন সহ অন্যরা৷ ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করা হবে। কাউকে ছাড়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।