Paschim Medinipur Elephant Rescue: কুয়োয় পড়ে শিশু হাতি, তারপর…
রাতের অন্ধকারে গ্রামের মধ্যে থাকা কুয়াতে পড়ে যায় হাতির বাচ্চা সারারাত ধরে মানুষের প্রচেষ্টায় হাতির বাচ্চাকে উদ্ধার করা হয়। বাচ্চা হাতিটি উদ্ধার হতেই মায়ের সাথে চলে গেল জঙ্গলে। পশ্চিম মেদিনীপুর জেলার খরগোপুর মনোবিভাগের কলাইকুন্ডরেঞ্জ এর ভুরুচটি গ্রামের ঘটনা।
রাতের অন্ধকারে গ্রামের মধ্যে থাকা কুয়াতে পড়ে যায় হাতির বাচ্চা সারারাত ধরে মানুষের প্রচেষ্টায় হাতির বাচ্চাকে উদ্ধার করা হয়। বাচ্চা হাতিটি উদ্ধার হতেই মায়ের সাথে চলে গেল জঙ্গলে। পশ্চিম মেদিনীপুর জেলার খরগোপুর মনোবিভাগের কলাইকুন্ডরেঞ্জ এর ভুরুচটি গ্রামের ঘটনা। গতকাল গভীর রাতে কলাইকুন্ডা রেঞ্জের বিভিন্ন জঙ্গলের থাকা হাতি কয়েকটি হাতি ঢুকে যায় ভুরুচটি গ্রামে। গ্রামের মধ্যে থাকা কুয়ায় হঠাৎই দলে থাকা একটি বাচ্চা পড়ে যায়। আতঙ্কিত হয়ে হাতির দলে থাকা বাকি হাতি চিৎকার শুরু করে। সাথে সাথেই গ্রামের মানুষজনের সহযোগিতায় খবর দেয়া হয় হুলা পার্টি এবং বনদপ্তরে। বুলা পার্টি কে সাথে নিয়ে বনদপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় গ্রামের লোকের সহযোগিতায় ভোর পর্যন্ত জেসিবি দিয়ে মাটি খুঁড়ে হাতিটিকে উদ্ধার করা হয়। আর হাতি উদ্ধারের পর চলে যায় তার নিজস্ব জায়গায় জঙ্গলে।