Fingerprint Theft: আঙুলের ছাপ চুরি করে অপরাধ
Bangladesh Fingerprint Scam: ফেসবুকের এক বিজ্ঞাপনে সূত্র ধরে ফিঙ্গারপ্রিন্ট চুরির এই দুষ্টচক্র ধরেছে বাংলাদেশ পুলিশ। গ্রেফতার চক্রের পান্ডা সহ ৮ জন। কীভাবে চলত এই চক্র?
গোপনে চুরি হচ্ছিল আঙুলের ছাপ। কেউ সিম কার্ড কিনতে গেলে কৌশলে তাদের ফিঙ্গারপ্রিন্ট চুরি করে নিচ্ছিল একটি দুষ্টচক্র। তারপর সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কেনা হচ্ছিল নতুন সিম কার্ড। সেই নতুন সিম কার্ড ব্যবহার করে ঘটানো হচ্ছিল গুরুতর অপরাধ। বাংলাদেশে এই ধরনের অপরাধ ঘটছিল শেষ ২ বছর ধরে। ফেসবুকের এক বিজ্ঞাপনে সূত্র ধরে ফিঙ্গারপ্রিন্ট চুরির এই দুষ্টচক্র ধরেছে বাংলাদেশ পুলিশ। গ্রেফতার চক্রের পান্ডা সহ ৮ জন। কীভাবে চলত এই চক্র?
পুলিশি জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ সিম কার্ড কিনতে গেলে তাঁকে আঙুলের ছাপ দিতে বলা হয়। ওই চক্রের লোকজন বলতেন সব ঠিকঠাক আসেনি তাই আরও একবার তাঁকে ছাপ দিতে হবে। দ্বিতীয়বার আঙুলের ছাপ নেওয়ার সময় একটি লুকানো অ্যাপে উঠে যেত সেই ছাপ। গ্রাহকের অজান্তেই চুরি হয়ে যেত তাঁদের ফিঙ্গারপ্রিন্ট। অপরাধ ঘটার পরে পুলিশ সিম কার্ডের সূত্র ধরে তদন্তে নামলে দেখা যেত সিম গুলি সাধারন মানুষের। এভাবে অন্তত ৮০০ জন মানুষের আঙুলের ছাপ বিক্রি হয়েছে । প্রতারিত হয়েছেন তাঁরা । পুলিশ জানাচ্ছে ২২ বছরের মহম্মদ মাসুদ ওই চক্রের পাণ্ডা। বাংলাদেশের এখন একজনের নামে ১৫ টি পর্যন্ত সিম কার্ড পাওয়া যায়। আর এতেই বেড়েছে জালিয়াতি।