Bankura News: হাসপাতালে চাঙড় ভেঙে আহত!

Bankura News: হাসপাতালে চাঙড় ভেঙে আহত!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 6:48 PM

ছাদের চাঙড় ভেঙে জখম হলেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগী। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মেল মেডিসিন ওয়ার্ডে। এই ঘটনায় হাসপাতাল জুড়ে রোগীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল রাত এগারোটার আশেপাশে মেল মেডিসিন ওয়ার্ডের ছাদের একাংশ আচমকাই ভেঙে পড়ে। ঘটনার আগাম আঁচ পেয়ে আশাপাশের কয়েকজন রোগী বেড থেকে নেমে ওয়ার্ডের অন্যত্র সরে গেলেও একজন রোগী সময়মতো সরতে না পারায় তাঁর উপরেই ছাদের পলেস্তরার চাঙড় খসে পড়ে। ঘটনায় ওই রোগীর আঘাত লাগে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর আঘাত তেমন গুরুতর নয়। তারপরও হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। চাঙড় খসে পড়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছে তা কেন আগে টের পেল না হাসপাতাল কর্তৃপক্ষ? কেন হাসপাতালের ভবন মেইনটেনেন্স এর দায়িত্বে থাকা পূর্ত দফতরের নজর এড়িয়ে গেল বিষয়টি? রোগীর পরিজনদের দাবী হাসপাতাল ও পূর্ত দফতরের গাফিলাতির কারনেই এই ঘটনা ঘটেছে। দ্রুত মেরামতির ব্যবস্থা না করলে আগামীদিনে আরো বৃহত্তর দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগী ও রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতাল ভবন বেশ পুরানো। তাই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে পূর্ত দফতরের সাথে বৈঠক করে ভবন মেরামতির কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।