Bankura Rail Road Collapsed: রেল লাইনের পাশে ঝুলছে রাস্তা!

Bankura Rail Road Collapsed: রেল লাইনের পাশে ঝুলছে রাস্তা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 02, 2023 | 7:31 PM

একটানা বৃষ্টিতে বেসমেন্ট গলে সরে যাওয়ায় বিপজ্জনক ভাবে ঝুলছে রাস্তা। বিপদের আশঙ্কায় বাঁকুড়া রেল স্টেশন সংলগ্ন রাস্তায় যাতায়াত বন্ধ করেছে রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল কর্তৃপক্ষ।

একটানা বৃষ্টিতে বেসমেন্ট গলে সরে যাওয়ায় বিপজ্জনক ভাবে ঝুলছে রাস্তা। বিপদের আশঙ্কায় বাঁকুড়া রেল স্টেশন সংলগ্ন রাস্তায় যাতায়াত বন্ধ করেছে রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল কর্তৃপক্ষ। বাঁকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বাঁকুড়া আদ্রা রেলপথের পাশেই রয়েছে কংক্রিটের একটি রাস্তা। বছর দুয়েক আগে তৈরী এই রাস্তার বেসমেন্টের মাটি গত দুদিনের একটানা বৃষ্টিতে গলে যাওয়ায় কংক্রিটের ওই রাস্তাটি বিপজ্জনক ভাবে ঝুলে গেছে। রাস্তার নিচ থেকে যেভাবে বেসমেন্টের মাটি সরে গেছে তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে কংক্রিটের ওই রাস্তা। বিপদের আশঙ্কায় ওই রাস্তা দিয়ে যানবাহনের যাতায়াত বন্ধ করে দিয়েছে রেল। খবর পেতেই তড়িঘড়ি ওই রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল। তবে সেই মেরামতি নিয়েও উঠছে প্রশ্ন। দেখা যাচ্ছে রাস্তার যে অংশ থেকে বেসমেন্টের মাটি সরে গেছে সেই অংশ ভরাট করতে মাটি ও পাথরের সাথে ব্যবহার করা হচ্ছেন ডালপালা। স্থানীয়দের আশঙ্কা ডালপালা দিয়ে বেসমেন্ট ভরাট করায় ফের যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ওই রাস্তায়। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি রেল কর্তৃপক্ষ।