Barasat ATM News: এটিএম থেকে টাকা তুলে গুনতে গিয়ে প্রতারণা!

Barasat ATM News: এটিএম থেকে টাকা তুলে গুনতে গিয়ে প্রতারণা!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 30, 2023 | 3:03 PM

অভিনব প্রতারণা, ১৫ মিনিটের মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা একাউন্ট থেকে ড্যানিশ। ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অসহায় ব্যক্তির কোন সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে বারাসত হেলাবটতলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ATM এ।

অভিনব প্রতারণা, ১৫ মিনিটের মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা একাউন্ট থেকে ড্যানিশ। ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অসহায় ব্যক্তির কোন সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে বারাসত হেলাবটতলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ATM এ। অভিযোগ বারাসতের বাসিন্দা তপন বিশ্বাস গতকাল সকালে তার মা এর চিকিৎসার জন্য হেলাবটতলা এলাকায় একটি এটিএমে ১০ হাজার টাকা তুলতে যায়,১০ হাজার টাকা তুলে এটিএমের ভিতর দাঁড়িয়ে সেই টাকা গুনতে থাকে,সেইসময় এক ব্যক্তি এসে বলে,”দাদা আপনার ট্রানজেকশন শেষ হয়নি”ATM CARD টা আর একবার পাঞ্চ করে ক্যানসেল করুন,সেইমত তপন বাবুর এটিএম কার্ডটা নিয়ে ওই প্রতারক মুহুর্তে কার্ড বদল করে অন্য একটি একই দেখতে কার্ড তপন বাবুর হাতে দিয়ে দেয়।তপন সেই কার্ড নিয়ে চলে যায়,তারপরই তপন বাবুর মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে,১০ হাজার টাকা করতে কাটতে থাকে,পাশাপাশি ১ লাখ টাকা করে তিনটে ট্রান্সলেশন হয়,সব মিলিয়ে সময় লাগে ১৫ মিনিট।তপন বাবু তড়িঘড়ি তার ব্যাঙ্কে গিয়ে তারা কার্ড বন্ধ করে।ততক্ষণে সাড়ে তিনলাখ টাকা গায়েব।ব্যাঙ্কের কথামত বারাসত সাইবারক্রাইম শাখায় অভিযোগ জানান তপন বাবু,সেখান থেকে বলা হয় বারাসত থানায় অভিযোগ জানাতে,বারাসত থানাতেও অভিযোগ জানায়।২৪ ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি তপন বাবুর।