Say ‘No’ to Grey Hair: ঘরোয়া টোটকায় উধাও হবে পাকা চুল
একটা বয়সের পর চুলে তো পাক ধরেই। তবে কম বয়সে চুল পেকে গেলে তা দেখতে মোটেই ভাল লাগে না। বরং এই পাকা চুল নিয়ে রীতিমতো লজ্জায় পড়তে হয়। কম বয়সে চুল পেকে যাওয়ার অনেক কারণ থাকে। কীভাবে কমাবেন আপনার পাকা চুল?
একটা বয়সের পর চুলে তো পাক ধরেই। তবে কম বয়সে চুল পেকে গেলে তা দেখতে মোটেই ভাল লাগে না। বরং এই পাকা চুল নিয়ে রীতিমতো লজ্জায় পড়তে হয়। কম বয়সে চুল পেকে যাওয়ার অনেক কারণ থাকে। এর মধ্যে একটা হল খাদ্যাভ্যাস বা লিভারের সমস্যা। এছাড়াও যারা মদ্যপান, ধূমপান বেশি করেন তাদের চুল আগে পেকে যায়। চুলে রং করলেও তাড়াতাড়ি পেকে যায়। সাদা চুল কালো করতে গিয়ে অনেকেই প্রতি মাসে রং করেন। এতে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এই সব রঙের মধ্যে রাসায়নিক থাকে যা ত্বকের জন্য খারাপ। সাময়িক সমাধানের পরিবর্তে স্থায়ী সমাধান খুঁজে নিন। কাজে লাগান এই ঘরোয়া টোটকা। সামান্য উপকরণেই পাকা চুল সাদা করতে পারেন। চুলের জন্য আমলকী খুবই ভাল। আমলকীর জুস আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। এতে চামড়ায় কোনও ইনফেকশন হবে না আর চুলও কালো হয়ে যাবে। পেঁয়াজ বেটে যদি চুলের গোড়ায় নিয়মিত লাগানো হয় তাহলে সেখান থেকেও চুল কালো হয় তাড়াতাড়ি। এক্ষেত্রে অনিয়ন শ্যাম্পু ব্যবহার না করাই শ্রেয়। সপ্তাহে ৩দিন নারকেল তেল আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। এতেও চুলের গোড়া হবে শক্ত। সেই সঙ্গে পাকা চুলও কালো হবে ৭দিনে। গাজর ব্লেন্ডারে ভাল করে পিষে নিন। এরসঙ্গে সামান্য লেবুর রস আর জাগেরি পাউডার মিশিয়ে খান। রোজ খেতে পারলে পাকা চুল উধাও হয়ে যাবে মন্ত্রবলে।