Baruipur News: ব্যান্ডেজ ৪০০ টাকা!

Baruipur News: ব্যান্ডেজ ৪০০ টাকা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 03, 2023 | 6:30 PM

বারুইপুর মহকুমা হাসপাতালে ফের সরকারি হাসপাতালে ব্যান্ডেজ করে ৪০০ টাকা নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের কর্মীর বিরুদ্ধে।এর জেরে চাঞ্চল্য ছড়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে।এই ঘটনায় অসহায় রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। কুলতলি থানার জামতলার বাসিন্দা ভগীরথ মন্ডল টোটো উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হয় বুধবার।

বারুইপুর মহকুমা হাসপাতালে ফের সরকারি হাসপাতালে ব্যান্ডেজ করে ৪০০ টাকা নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের কর্মীর বিরুদ্ধে।এর জেরে চাঞ্চল্য ছড়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে।এই ঘটনায় অসহায় রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। কুলতলি থানার জামতলার বাসিন্দা ভগীরথ মন্ডল টোটো উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হয় বুধবার। তার মাথা ফাটে,হাত ভাঙে এই অবস্থায় প্রথমে তাকে জয়নগর- কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় সেখান থেকেই রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো রেফার করা হয়।বাবা পরীক্ষিত মন্ডলের অভিযোগ,বারুইপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসককে দেখানো হলে চিকিৎসক সেলাই ও ব্যান্ডেজ করার কথা বলেন। আর সেই সেলাই ও ব্যান্ডেজ দেওয়ার নাম করে টাকা ৫০০ টাকা দাবি করে হাসপাতাল কর্মী। প্রথমে ৩০০ টাকা পরে আবার ১০০ টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয় সেলাই করার নাম করে।তাদের প্রশ্ন সরকারি হাসপাতাল কেনো সেলাই করার নামে টাকা নেওয়া হলো।যদিও এবিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষর কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Published on: Aug 03, 2023 06:30 PM