Bengal and Bengali: বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?

Jun 25, 2024 | 9:25 PM

বাংলা, রবীন্দ্রনাথের। বাংলা, সুভাষ বোস, রানি রাসমনির। বাংলা বঙ্কিমের, জীবনানন্দের। বাংলা সৌরভের, বাংলা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের। বাংলা মানে ফেলুদা, বোমকেশ। বাঙালি সত্যিই নিজেকে ভুলতে বসেছে। বাঙালি বিয়েতে এখন সংগীত, মেহেন্দির মত অনুষ্ঠান হয়। কিন্তু অন্য প্রদেশের বিয়েতে বাঙালির শুভদৃষ্টি হয় কী?

Follow Us

বাংলা, রবীন্দ্রনাথের। বাংলা, সুভাষ বোস, রানি রাসমনির। বাংলা বঙ্কিমের, জীবনানন্দের। বাংলা সৌরভের, বাংলা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের। বাংলা মানে ফেলুদা, ব্যোমকেশ। বাংলার মেধা, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে চোখে চোখ রেখে এখনও লড়াই করার সাহস দেখাবে না কেউ। এখনও বাঙালি যেখানে হাত ছোঁয়ায় সেটা সোনায় পরিণত হতে পারে। কিন্তু বাঙালিযে এখন হাতটা ছোঁয়াতেই ভুলে যাচ্ছে।

অন্য প্রদেশের মানুষ কর্মসূত্রে এই রাজ্যে থাকবেন, সেটা মোটেই ভাবনার বিষয় নয়। পৃথিবীর সব প্রান্তেই তেমনটা হয়। কিন্তু তা বলে বাংলায় বাঙালির অস্মিতা মুঝে যাবে? বাঙালি সত্যিই নিজেকে ভুলতে বসেছে। আর সেই সুযোগে দেশের অন্য প্রদেশের ভাষা, সংস্কৃতি বাংলার ওপর চেপে বসেছে। বাঙালি এই ক্ষেত্রে নিজের দায় নিজেও এড়াতে পারে কী? বাঙালি বিয়েতে এখন সংগীত, মেহেন্দির মত অনুষ্ঠান হয়। কিন্তু অন্য প্রদেশের বিয়েতে বাঙালির শুভদৃষ্টি হয় কী? বাংলা দু হাত আকাশে মেলে সবাইকে আপন করে নিতে পারে। কিন্তু সেটাই কী বাঙালির নিজের অস্বিত্ব রক্ষার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? অন্যকে ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসতে ভুলে গেছে বাংলা ও বাঙালি? ভুলে গেছে নিজের ভাষা, নিজের ঐতিহ্যকে?

একটা সময় গোটা দেশকে পথ দেখাত বাংলা। এখন কেন পিছিয়ে পড়তে হচ্ছে আমাদের। কেন নিজেদের নিয়ে গর্বিত হতে পারিন না আমরা? অন্য ভাষা শেখা, অন্য সংস্কৃতিকে বোঝা, তাদের সম্মান করা তো বাঙালির ‘ধর্মে’র মধ্যেই পড়ে। কিন্তু সুভাষ বোসের বাঙালি নিজেকে ভুলে যাবে কেন? বিশ্বকবির বাঙালি নিজেকে ভুলে যাবে কেন? এই ভুলে যাওয়াটা কি সত্যিকারের? নাকি এই ভুলে যাওয়ার ভান করছি আমরা।

বাংলা, রবীন্দ্রনাথের। বাংলা, সুভাষ বোস, রানি রাসমনির। বাংলা বঙ্কিমের, জীবনানন্দের। বাংলা সৌরভের, বাংলা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের। বাংলা মানে ফেলুদা, ব্যোমকেশ। বাংলার মেধা, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে চোখে চোখ রেখে এখনও লড়াই করার সাহস দেখাবে না কেউ। এখনও বাঙালি যেখানে হাত ছোঁয়ায় সেটা সোনায় পরিণত হতে পারে। কিন্তু বাঙালিযে এখন হাতটা ছোঁয়াতেই ভুলে যাচ্ছে।

অন্য প্রদেশের মানুষ কর্মসূত্রে এই রাজ্যে থাকবেন, সেটা মোটেই ভাবনার বিষয় নয়। পৃথিবীর সব প্রান্তেই তেমনটা হয়। কিন্তু তা বলে বাংলায় বাঙালির অস্মিতা মুঝে যাবে? বাঙালি সত্যিই নিজেকে ভুলতে বসেছে। আর সেই সুযোগে দেশের অন্য প্রদেশের ভাষা, সংস্কৃতি বাংলার ওপর চেপে বসেছে। বাঙালি এই ক্ষেত্রে নিজের দায় নিজেও এড়াতে পারে কী? বাঙালি বিয়েতে এখন সংগীত, মেহেন্দির মত অনুষ্ঠান হয়। কিন্তু অন্য প্রদেশের বিয়েতে বাঙালির শুভদৃষ্টি হয় কী? বাংলা দু হাত আকাশে মেলে সবাইকে আপন করে নিতে পারে। কিন্তু সেটাই কী বাঙালির নিজের অস্বিত্ব রক্ষার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? অন্যকে ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসতে ভুলে গেছে বাংলা ও বাঙালি? ভুলে গেছে নিজের ভাষা, নিজের ঐতিহ্যকে?

একটা সময় গোটা দেশকে পথ দেখাত বাংলা। এখন কেন পিছিয়ে পড়তে হচ্ছে আমাদের। কেন নিজেদের নিয়ে গর্বিত হতে পারিন না আমরা? অন্য ভাষা শেখা, অন্য সংস্কৃতিকে বোঝা, তাদের সম্মান করা তো বাঙালির ‘ধর্মে’র মধ্যেই পড়ে। কিন্তু সুভাষ বোসের বাঙালি নিজেকে ভুলে যাবে কেন? বিশ্বকবির বাঙালি নিজেকে ভুলে যাবে কেন? এই ভুলে যাওয়াটা কি সত্যিকারের? নাকি এই ভুলে যাওয়ার ভান করছি আমরা।

Next Video