Benifits Of Sankha: তোতলানোর সমস্যা থেকে মুক্তি পেতে চান?

Benifits Of Sankha: তোতলানোর সমস্যা থেকে মুক্তি পেতে চান?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 3:28 PM

অনেকেই আছেন যারা শঙ্খ বাজাতে পারেন না। কিন্তু জানেন কি শঙ্খ বাজানোর অনেক উপকারিতা আছে। হিন্দু মতে, বিষ্ণুর হাতে শাঁখ দেখা যায়। বলা হয়, শঙ্খ ধ্বনি অশুভ শক্তিকে বিনাশ করে। মনে করা হয়, শঙ্খ ধ্বনির তরঙ্গ জীবাণুকে ধ্বংস করে। মনে করা হয়, সেই জন্য সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো হয়।

অনেকেই আছেন যারা শঙ্খ বাজাতে পারেন না। কিন্তু জানেন কি শঙ্খ বাজানোর অনেক উপকারিতা আছে। হিন্দু মতে, বিষ্ণুর হাতে শাঁখ দেখা যায়। বলা হয়, শঙ্খ ধ্বনি অশুভ শক্তিকে বিনাশ করে। মনে করা হয়, শঙ্খ ধ্বনির তরঙ্গ জীবাণুকে ধ্বংস করে। মনে করা হয়, সেই জন্য সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো হয়। শঙ্খ বাজানো মুখের ভাল ব্যায়াম। বলা হয়, এতে ত্বকের বলিরেখা দূর হয়। শঙ্খ বাজালে হার্টের একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মনে করা হয়, শাঁখ ভেজানো জল থেকে এলার্জির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শাঁখের ভেতর জল রাতে রেখে, পরের দিন মুখে লাগান। এলার্জির সমস্যা থেকে উপকার পাবেন। শাঁখ বাজালে জিভের জড়তা কমে যায়। তোতলানোর সমস্যা থাকলে ভাল হয়ে যায়।শঙ্খ বাজালে, শ্বাস-প্রশ্বাসের উপর প্রভাব পড়ে।