Four Wheeler Penalty: হেলমেট ছাড়া ৪ চাকা চালানোয় চালান

Four Wheeler Penalty: হেলমেট ছাড়া ৪ চাকা চালানোয় চালান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 3:41 PM

হেলমেট ছাড়া ৪ চাকা চালানোয় ১০০০ টাকা জরিমানা। দিল্লির এক শিক্ষিকাকে ১০০০ টাকা জরিমানা করল গৌতম বুদ্ধ নগর পুলিশ। শিক্ষিকার অপরাধ তিনি হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছেন। ৭ জুলাই তাঁর ফোনে ট্র্যাফিক পুলিশের এসএমএস আসে। হেলমেট না পরে গাড়ি চালানোয় জরিমানা করা হয় তাঁকে।

হেলমেট ছাড়া ৪ চাকা চালানোয় ১০০০ টাকা জরিমানা। দিল্লির এক শিক্ষিকাকে ১০০০ টাকা জরিমানা করল গৌতম বুদ্ধ নগর পুলিশ। শিক্ষিকার অপরাধ তিনি হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছেন। ৭ জুলাই তাঁর ফোনে ট্র্যাফিক পুলিশের এসএমএস আসে। হেলমেট না পরে গাড়ি চালানোয় জরিমানা করা হয় তাঁকে। মেসেজে জানানো হয় ২৭ জুন তাঁর গাড়ি এই নিয়ম ভেঙেছে। মেসেজ দেখে অবাক শিক্ষিকা। কারণ ওই নম্বরটি তাঁর ৪চাকা গাড়ির আর সকাল ৮ টা ২৯ এ তিনি স্কুলে। কোনওমতেই তখন তিনি হোশিয়ারপুরে গাড়ি চালাতে পারেন না। নয়ডার সরকারি স্কুল শিক্ষিকা শৈলজা চৌধুরীর কাছে কোনও ২চাকার গাড়ি নেই। রয়েছে শুধু একটি হুন্ডাই আই ২০। ঘটনাটি নিয়ে ট্র্যাফিক কর্তাদের বক্তব্য। স্বয়ংক্রিয়ভাবে ইন্টিগ্রেটেড ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আইনভঙ্গকারী গাড়ির নম্বর পড়ে। তার কোনও গোলমালেই এই বিপত্তি।