Sholay Movie: ‘জয়’ না, শোলেতে কার রোল চেয়েছিলেন অমিতাভ?
প্রথমে বাসন্তীর চরিত্রে অভিনয়ের জন্য হেমা মালিনী রাজি ছিলেন না। কারণ বাসন্তীর চরিত্রটি স্বল্প সময়ের ছিল। তারপর সিপ্পি হেমাকে চরিত্রটির বিষয়ে ভাল করে বোঝান।
১৯৭৫, ১৫ অগাস্ট রমেশ সিপ্পি পরিচালনায় তৈরি হয় ‘শোলে’ছবিটি । এই ছবিটি ‘থ্রি ডি’তে আসে ২০১৪ এ। ‘শোলে’ছবিটি জনপ্রিয়তা পায়‘গব্বর সিংহ’ চরিত্রটি। রমেশ সিপ্পি জানান, প্রথমে বাসন্তীর চরিত্রে অভিনয়ের জন্য হেমা মালিনী রাজি ছিলেন না। কারণ বাসন্তীর চরিত্রটি স্বল্প সময়ের ছিল। তারপর সিপ্পি হেমাকে চরিত্রটির বিষয়ে ভাল করে বোঝান। অনেক ভাবনা চিন্তার পরে হেমা রাজি হন। অমিতাভের পছন্দ ছিল গব্বরের চরিত্রে অভিনয় করা। পরিচালক তাঁকে জয়ের চরিত্রে অভিনয় করতে বলেন। ধর্মেন্দ্রর অপছন্দ ছিল বীরুর চরিত্রটি। তিনি জানান,এটি ঠাকুরের গল্প ও তাঁকে লড়াই করতে হবে গব্বরের বিরুদ্ধে। পরিচালক ধর্মেন্দ্রকে বলেন গব্বরের চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু এই চরিত্রে অভিনয় করলে হেমা মালিনীকে পাবেন না তিনি। অবশেষে তিনি বীরুর চরিত্র করতে রাজি হন।
Latest Videos