Nadia Big Fish Catch: ভাগীরথী নদীতে জালে ধরা পড়ল ৩৫ কেজির কাতলা!

Nadia Big Fish Catch: ভাগীরথী নদীতে জালে ধরা পড়ল ৩৫ কেজির কাতলা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 23, 2023 | 6:58 PM

মাছ দেখার জন্য মানুষের ভিড়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর গবার চর এলাকার ভাগীরথী নদীতে। জানা যায় এদিন সন্ধ্যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাস ভাগীরথী নদীতে জাল পেতেছিল মাছ ধরার জন্য। জালে প্রথমে একটি ১০ থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ে। পরবর্তীতে দেখে আরো একটি বিশাল আকৃতির কাতলা মাছ জালে ধরা পড়েছে, যার আনুমানিক ওজন ৩০ থেকে ৩৫ কেজি

ভাগীরথী নদীতে এক মৎস্যজীবীর জালে ধরা পরল বিশাল আকৃতির কাতলা মাছ। যার ওজন প্রায় ৩০ থেকে ৩৫ কেজি।।ওই মাছ দেখার জন্য মানুষের ভিড়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর গবার চর এলাকার ভাগীরথী নদীতে। জানা যায় এদিন সন্ধ্যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাস ভাগীরথী নদীতে জাল পেতেছিল মাছ ধরার জন্য। জালে প্রথমে একটি ১০ থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ে। পরবর্তীতে দেখে আরো একটি বিশাল আকৃতির কাতলা মাছ জালে ধরা পড়েছে, যার আনুমানিক ওজন ৩০ থেকে ৩৫ কেজি। দেখামাত্রই চক্ষু চড়ক গাছ হয়ে যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাসের। খবর ছড়াতেই বিশাল আকৃতি মাছটিকে দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়, তবে অনেকেই মাছটি কেনার জন্য আগ্রহী প্রকাশ করে এবং একে একে দাম উঠতে থাকে। মৎস্যজীবী গৌতম বিশ্বাসের দাবি, এই মাছটি বাজারে মূল্য হতে পারে প্রায় কুড়ি হাজার টাকা। তবে এর আগে ও ভাগীরথী নদী থেকে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। কিন্তু ৩৫ কেজি ওজনের কাতলা মাছ আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন ভাগীরথী নদীতে মাছ ধরা মৎস্যজীবীরা।