Panchayat Elections News: গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ!

Panchayat Elections News: গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 28, 2023 | 8:41 PM

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলীদের শাসনের অবসান ঘটিয়ে গঙ্গাজল ও গোবর জল দিয়ে পঞ্চায়েত কার্যালয়েটি শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভবনে প্রবেশ করল নবনির্বাচিত বিজেপি প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা।

পঞ্চায়েতে গোবর গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে পঞ্চায়েতের প্রবেশ বিজেপির।দীর্ঘ ১৫ বছরের তৃণমূলীদের শাসনের অবসান ঘটিয়ে গঙ্গাজল ও গোবর জল দিয়ে পঞ্চায়েত কার্যালয়েটি শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভবনে প্রবেশ করল নবনির্বাচিত বিজেপি প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত।
২২টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত টি দীর্ঘ ১৫ বছর রাজ্যের শাসকদল তৃণমূলের দখলে ছিল এলাকাবাসীদের অভিযোগ,১৫ বছর পঞ্চায়েতের দায়িত্বে থাকা সত্বেও এলাকার কোনরকম উন্নয়নমূলক কাজ করেনি শাসক দল শাসিত তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বোর্ড সদস্যরা। এলাকায় রাতের অন্ধকার ঘুচাতে হাইমাস লাইটের ব্যবস্থা থাকলেও তার উজ্জ্বল আলো এখনো পর্যন্ত জ্বলতে দেখেনি এলাকাবাসী বলে অভিযোগ। পাশাপাশি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল পূর্বের বোর্ড দায়িত্বে থাকাকালীন। এরপর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি ২২ টি আসনের মধ্যে ১২ টি আসন দখল করে। তৃণমূলের ঝুলি তে যায় ১০টি আসন। ২২ টির মধ্যে বারোটিতে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড দখল করে বিজেপি। পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সাধারণ এলাকাবাসীদের স্বার্থে উন্নয়নকে ঢেলে সাজানোর অঙ্গীকার বদ্ধ হয়ে তারা। মূলত তারই পরিপ্রেক্ষিতে সোমবার পুরনো দিনের সব কলঙ্ককে মুছে ফেলতে গঙ্গাজল ও গোবর দিয়ে পঞ্চায়েত ভবন পরিষ্কার করে তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে প্রবেশ করলেন বিজেপি সমর্থিত নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ড সদস্যরা।