Blue Tick Scam News: ব্লু টিকেও অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 12, 2023 | 5:06 PM

টুইটারের দেখাদেখি এখন Facebook এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফিকেশনের জন্যও Blue Tick দেওয়া হয়। কিন্তু সেই Facebook প্রোফাইল ব্লু টিক দিয়ে ভেরিফাই করে রাখলেও আপনার নিস্তার নেই। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা ভুয়ো।

টুইটারের দেখাদেখি এখন Facebook এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফিকেশনের জন্যও Blue Tick দেওয়া হয়। কিন্তু সেই Facebook প্রোফাইল ব্লু টিক দিয়ে ভেরিফাই করে রাখলেও আপনার নিস্তার নেই। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা ভুয়ো। সেই প্রোফাইল থেকে একটি লিঙ্ক ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের কাছে পাঠানো হচ্ছে তাঁদের কষ্টার্জিত অর্থ হাতানোর জন্য। নাভারার স্ক্রিনশটে দেখা গিয়েছে,স্ক্যামাররা ব্যবহারকারীদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের ‘নিরাপত্তা সংক্রান্ত সমস্যা’সম্পর্কে সতর্ক করছে। সেই নিরাপত্তা জনিত সমস্যার কারণেই তাঁরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না । নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ভয় ধরিয়ে ওই খতরনাক লিঙ্ক থেকে একটি টুল ডাউনলোড করতে বলা হচ্ছে Facebook ব্যবহারকারীদের। ওই পোস্টে বলা হয়েছে,’নতুন ম্যানেজারটি প্যাক করা হয়েছে একাধিক নতুন ফিচার্স দিয়ে, যার মাধ্যমে আরও ভাল ভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছনো সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞাপনও আরও ভাল ভাবে অপটিমাইজ় করা যাবে’। Meta Ads নামক একটি ভুয়ো প্রোফাইল তৈরি করে এই মেসেজটি শেয়ার করা হয়েছে। যে স্ক্রিনশটটি শেয়ার করা হয়েছে,তাতে ৯৫০ রিঅ্যাকশন এবং ১৪০ টি কমেন্ট দেখা গিয়েছে। এখন বুঝতেই পারছেন, এ সবই আসলে প্রতারকদের কারসাজি। পোস্টটি যাতে বৈধ মনে হয়, তার জন্যই এই সব কাজগুলি অত্যন্ত সন্তর্পণে করেছে প্রতারকরা। এটি আসলে একটি স্ক্যাম, যা আপনাকে ম্যালওয়্যারে ক্লিক করাতে বাধ্য করে। আপনি লিঙ্কটিতে ক্লিক করলেই সেটি আপনার সিস্টেমের অ্যাক্সেস নেবে। আপনার একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করতে পারে।

Published on: May 12, 2023 05:01 PM