Last Road Of India: ভারতের শেষ রাস্তা দেখেছেন?
last road of india

Last Road Of India: ভারতের শেষ রাস্তা দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 12, 2023 | 4:52 PM

তামিলনাড়ুতে ছোটো শহরের নাম ধনুশকোডি। ধনুশকোডির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে,তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয়। এই শহরে পৌঁছোনো সহজ নয়। রামেশ্বরম দ্বীপ অতিক্রম করে এই শহরে পৌঁছোতে হয়।

তামিলনাড়ুতে ছোটো শহরের নাম ধনুশকোডি। ধনুশকোডির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে,তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয়। এই শহরে পৌঁছোনো সহজ নয়। রামেশ্বরম দ্বীপ অতিক্রম করে এই শহরে পৌঁছোতে হয়। এই শহর বেশ রহস্যময়। জেলেরা ধনুশকোডিতে বসবাস করে। শ্রীলঙ্কা থেকে এই রাস্তার দূরত্ব ৩১ কিলোমিটার। শ্রীলঙ্কা ও ভারতের একমাত্র সীমানা হল এই ধনুশকোডি। বিশ্বের ক্ষুদ্রতম স্থান বলা হয় ধনুশকোডিকে। আগে এই স্থানে ঘরবাড়ি থেকে অফিস সবকিছুই ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের ফলে ১৫০০ জনেরও বেশি মানুষের প্রাণ যায়। এই শহরের নামের মানে ‘ধনুকের সমাপ্তি’। এই দ্বীপে প্রায় মৎস্যজীবীর সংখ্যা ৫০০ জন। এই শহরকে ভৌতিক শহরও বলা হয়। এখানে রাতে প্রবেশ নিষেধ। ট্রেনে করে এখানে যেতে গেলে আপনাকে নামতে হবে রামেশ্বরমে। এই স্টেশনটির থেকে ধনুশকোডির দূরত্ব ১৮ কিলোমিটার।