Ayushman Khurana: রিয়্যালিটি শোয়ে বাতিল হন এই বলিউড স্টার
Bollywood: আয়ুষ্মান ইন্ডিয়ান আইডল টুতে অডিশন দেন। সঙ্গে ছিলেন নেহা ক্কক্করও। দুজনেই বাতিল হন সেই শো থেকে। এরপর আয়ুষ্মানের ফিল্মি কেরিয়ারের উত্তরণ হয়েছে।
কেরিয়ারের শুরুতে আয়ুষ্মান খুরানা গান ও অভিনয় একসঙ্গে করতে চান। আয়ুষ্মান ইন্ডিয়ান আইডল টুতে অডিশন দেন। সঙ্গে ছিলেন নেহা ক্কক্করও। দুজনেই বাতিল হন সেই শো থেকে। এরপর আয়ুষ্মানের ফিল্মি কেরিয়ারের উত্তরণ হয়েছে। ভিকি ডোনার অ্যাকশন হিরো হয়েছেন। বরেলি কি বরফি, বালা, বাধাই হো, আর্টিকল ১৫ এ আয়ুষ্মানের উত্থান হয়েছে । গুলাবো সিতাবো থেকে অন্ধাধুন, আয়ুষ্মান চর্চিত হয়েছেন তাঁর ব্যতিক্রমী অভিনয়ের জন্য। তবে তাঁর গানের প্রতি অনুরাগ কমেনি। এখনও রীতিমত স্টেজ শো করেন। সঙ্গীতের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। আয়ুষ্মানের হৃদয়ের বন্ধন গানের সঙ্গে। সে বাঁধন ছাড়া যায় না, ছেঁড়া যায় না। সম্প্রতি গার্ল টুয়ের প্রোমোশনে এসে এই কথাই জানান আয়ুষ্মান খুরানা।
Latest Videos