Bollywood: কাজলের কোন কাণ্ড দেখে মেজাজ হারালোন নেটিজে়নরা?

Bollywood: কাজলের কোন কাণ্ড দেখে মেজাজ হারালোন নেটিজে়নরা?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 28, 2023 | 10:13 PM

Bollywood: সম্প্রতি ঝলমলে ব়্যাম্পের সাক্ষী থাকল বলিউড। মনীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশন নিয়ে হয়ে গেল ফ্যাশন শো। সেখানেই উপস্থিত ছিলেন কাজল। শোয়ের মাঝেই করণ জোহরের সঙ্গে ভেংচি কেটে অদ্ভুত অঙ্গভঙ্গিতে কথা বলতে দেখা যায় কাজলকে। মুহূর্ত ফ্রেমবন্দি হতেই নিন্দের ঝড় নেটপাড়ায়। চরম কটাক্ষের শিকার কাজল।

 

রণবীরের রিভিউ
‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংয়ের কাজ কেমন লেগেছে রণবীর কাপুরের? পাওয়া গেল ‘অনেস্ট রিভিউ’। রণবীর সিংয়ের কথায়, “রণবীর কাপুর আমাদের ছবিটা দেখেছে। যার কাজ আমার নিজেরই ভাল লাগে, সে যখন নিজেই প্রশংসা করে, তখন আরও আনন্দ হয়।”

বিতর্কে কাজল
সম্প্রতি ঝলমলে ব়্যাম্পের সাক্ষী থাকল বলিউড। মনীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশন নিয়ে হয়ে গেল ফ্যাশন শো। সেখানেই উপস্থিত ছিলেন কাজল। শোয়ের মাঝেই করণ জোহরের সঙ্গে ভেংচি কেটে অদ্ভুত অঙ্গভঙ্গিতে কথা বলতে দেখা যায় কাজলকে। মুহূর্ত ফ্রেমবন্দি হতেই নিন্দের ঝড় নেটপাড়ায়। চরম কটাক্ষের শিকার কাজল।

প্রভাসের বিড়ম্বনা
আচমকাই বিপাকে পড়লেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর লক্ষ-লক্ষ অনুরাগী সম্মিলিত ফেসবুক পেজটি পড়ল হ্যাকারদের কবলে। পরপর দু’টি ভিডিয়ো সেখানে পোস্ট করা হয়। যে ২টি ভিডিয়োর সঙ্গে প্রভাসের কাজের কোনওই যোগাযোগ নেই। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাঁর অ্যাকাউন্টটি।

দক্ষিণেশ্বরে টোটা
সকাল-সকাল দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। আজ অর্থাৎ ২৮ জুলাই মুক্তি পেল তাঁর বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবি যাতে বক্স অফিসে ভাল চলে, দর্শকেরা যেন পছন্দ করেন, সেই কারণেই মায়ের কাছে আশীর্বাদ নিলেন অভিনেতা।

বাড়ছে মেয়াদ
‘ওটিটি বিগ বস সিজ়ন ২’-এর মেয়াদ বাড়ার খবর মিলেছিল আগেই। এবার শোনা যাচ্ছে, আরও একবার বাড়তে চলেছে এই রিয়্যালিটি শোয়ের মেয়াদ। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে তেমন কোনও খবর প্রকাশ্যে আনা হয়নি। তবে বলিউড সূত্রে খবর, দর্শকদের চাহিদা তুঙ্গে থাকাতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে অন্দরমহলে।

সানির সাফ কথা
‘গদর’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়ে সাফ কথা বিজেপি সাংসদ সানি দেওলের। তথাকথিত পাকিস্তানবিরোধী এই ছবির প্রচারে সানি বলেন, “রাজনীতিই ভারত ও পাকিস্তানের মধ্যে ঘৃণার সৃষ্টি করে। দুই দেশের মানুষেরা মোটেও একে-অপরের সঙ্গে ঝামেলা করতে চান না।” সানির গলায় কি অন্য সুর?

হাসির খোরাক উর্বশী
চেয়েছিলেন সম্মান জানাতে, কিন্তু তা করতে গিয়ে যে এত বড় ভুল করে ফেলবেন, তা হয়তো নিজেও ভাবতে পারেননি উর্বশী রউতেলা। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামই বদলে দিলেন তিনি। উর্বশীর কথায়, অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, জগমোহন রেড্ডি নন। টুইট করতেই তা ভাইরাল হয়েছে।

সৃজিত প্রসঙ্গে মিথিলা
সম্প্রতি বাংলাদেশের এক ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। সেখানেই তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে প্রশ্ন করলে তিনি হাসি মুখে জানান, কাজ নিয়ে প্রশ্ন করলেই তিনি খুশি হবেন। এই বিষয় কথা বলতে চান না।

নবনীতাকে অনুরোধ
জীবনে সম্প্রতিতে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। তবে তাঁর মনের অস্থিরতার কথা অনুমান করে এবার এক ভক্ত দিলেন উপদেশ। সোশ্যাল মিডিয়ায় নবনীতার উদ্দেশে লিখলেন, “রোজ গীতা পড়ো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিতুর সঙ্গে থাকবে, নাকি থাকবে না, গীতাই তোমাকে উত্তর দিয়ে দেবে।”