Rampurhat Bomb Recovery:  লালনের বাড়িতে প্রচুর বোমা!

Rampurhat Bomb Recovery: লালনের বাড়িতে প্রচুর বোমা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 22, 2023 | 5:05 PM

বগটুই কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে মৃত্যু হওয়া লালন সেখের বাড়ির বাগান থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। আজ সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ার লালন সেখের বাড়ি সামনের বাগান থেকে বোমা গুলি উদ্ধার হয়।

বগটুই কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে মৃত্যু হওয়া লালন সেখের বাড়ির বাগান থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। আজ সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ার লালন সেখের বাড়ি সামনের বাগান থেকে বোমা গুলি উদ্ধার হয়। বোমা গুলি বাগানে মাটিতে গর্ত করে একটি প্লাষ্টিকের ব্যারেলে করে রাখা রয়েছে। ২০২২ সালের ২১ মার্চ বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু সেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয় তার পর কুপিয়ে আগুনে পুড়িয়ে গনহত্যা করা হয়। মৃত্যু হয় শিশু সহ ১০ জন মহিলার। সেই গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল লালন সেখ। ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিল সে। ঝাড়খন্ড থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতে থাকা কালীন ১২ ডিসেম্বর ২০২২ রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় লালন সেখের। বগটুই গনহত্যা কাণ্ডের পর লালন সেখের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে তার বাড়ি খুলে দেয় সিবিআই। আজ সেই বাড়ির সামনে বাগানে মাটিতে গর্ত করে একটি প্লাষ্টিকের ব্যারেলে করে বোমা গুলি মজুত করে রাখা রয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব স্কোয়ার্ডে।