FIFA World Cup 2022: বিশ্বকাপে সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা, বান্ধবীকে বিয়ের প্রস্তাব ব্রাজিল স্ট্রাইকারের

FIFA World Cup 2022: বিশ্বকাপে সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা, বান্ধবীকে বিয়ের প্রস্তাব ব্রাজিল স্ট্রাইকারের

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 17, 2022 | 8:07 PM

বিশ্বকাপ যুদ্ধে ঝাঁপানোর আগে জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেদ্রো। বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের দলে নিজের নাম দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন ব্রাজিলের স্ট্রাইকার পেদ্রো গুইলিরমে। বিশ্বকাপ যুদ্ধে ঝাঁপানোর আগে জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেদ্রো। বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব। ঠিক সিনেমার ঢঙে হাঁটু মুড়ে বসে হীরের আংটি পরিয়ে দেন বান্ধবী ফেরান্দা নগুয়েরাকে। আবেগ ধরে রাখতে পারেননি ফেরান্দো। হ্যাঁ বলতে এক মুহূর্ত সময় নেননি। চোখে আনন্দাশ্রু নিয়ে হবু স্বামীকে আলিঙ্গন করেন।

এই সুন্দর মুহূর্ত প্রকাশিত হয়েছে দে রেগাটাস নামক টুইটার পেজে। এছাড়া বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে পেদ্রো লেখেন, “ভগবান খুব ভাল। ভগবানের কাছে আমি বাধিত আমার জীবনে ওকে পেয়ে।”