Olympic 2024: অলিম্পিকের স্বপ্নে বাংলার বুল্টি
Olympic: ইতিমধ্যেই জাতীয় স্তরে ১৭ টি স্বর্ণ পদক জয় করেছেন তারকেশ্বরের বুলটি রায় এবার পা রাখতে চলছে আন্তর্জাতিক স্তরের অ্যাথালেটিক প্রতিযোগিতায়।
দারিদ্র্যকে জয় করে এবার আন্তর্জাতিক ময়দানে অ্যাথালেটিক বুলটি রায়,শ্রীলঙ্কার আন্তর্জাতিক দিয়াগামা স্টেডিয়াম থেকেই পেতে পারেন অলিম্পিক যাওয়ার ছাড়পত্র। ইতিমধ্যেই জাতীয় স্তরে ১৭ টি স্বর্ণ পদক জয় করেছেন তারকেশ্বরের বুলটি রায় এবার পা রাখতে চলছে আন্তর্জাতিক স্তরের অ্যাথালেটিক প্রতিযোগিতায়।
শ্রীলঙ্কার সর্দান মাস্টার অ্যাথলেটিক এসোসিয়েশনের উদ্দ্যোগে দিয়াগামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৩। আগামী ১৯,২০,২১ শে আগস্ট অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা সেখানে ৪০০ মিটার হার্ডেলস,২০০ মিটার হার্ডেলস এবং ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বুলটি রায়। গত ১৪ ই ফেব্রুয়ারি থেকে ১৮ ই ফেব্রুয়ারি পযন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সিনিয়ার ন্যাশনাল অ্যাথালেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কোরে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেন তারকেশ্বরের বুলটি রায়।
দিয়াগামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৪০০ মিটার হার্ডেলসে নিদিষ্ট সময়ের মধ্যে দৌড় সম্পূন্ন করলেই মিলবে অলিম্পিক যাওয়ার ছাড়পত্র। তারকেশ্বরের জয় কৃষ্ণবাজার এলাকায় ছোট্ট একটি টালির ঘরে স্বামী ও দুই সন্তান কে নিয়ে বসবাস করেন বুলটি।নিত্যদিনের দারিদ্র্যকে সঙ্গে নিয়ে একের পর এক জাতীয় স্তরে স্বর্ণ পদক জয় লাভ করেছেন বুলটি।কোন দিন পান্তা ভাত তো কোনোদিন আধপেটা খাবার খেয়েই আন্তর্জাতিক ও অলিম্পিক যাওয়ার স্বপ্ন দেখছেন বুলটি এবার সেই সুযোগ সামনে এসেছে তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা যাওয়ার খরচ ।কোথায় পাবেন এত টাকা,স্বামী ট্রেনে হকারী করে সামান্য যা আয় করেন তাতে সংসার টাই ঠিক মত চলেনা। স্বহৃদয় ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন বুলটি।