Arambag Bus Service: ২১ জুলাই, বাস উধাও!

Arambag Bus Service: ২১ জুলাই, বাস উধাও!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 19, 2023 | 3:26 PM

Arambag Bus Service: বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া, মেদিনীপুর, হলদিয়া, খাতরা, কলকাতা ,তারকেশ্বর সহ বিভিন্ন রুটে এক্সপ্রেস বাস চলাচল করে। সেই সমস্ত এক্সপ্রেস গাড়ির ও দেখা নেই।

রাস্তা থেকে বাস উধাও। দীর্ঘক্ষণ বিভিন্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়েও বাস মেলেনি। ২১ শেষ জুলাই “ধর্মতলা চলো” শহীদ স্মরণে রাস্তা থেকে যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর আরামবাগ। আর আরামবাগ বাস টার্মিনাসেই বাসের দেখা নেই। বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া, মেদিনীপুর, হলদিয়া, খাতরা, কলকাতা ,তারকেশ্বর সহ বিভিন্ন রুটে এক্সপ্রেস বাস চলাচল করে। সেই সমস্ত এক্সপ্রেস গাড়ির ও দেখা নেই। এছাড়াও স্থানীয় লোকাল রুটের গাড়িও তুলে নেওয়া হয়েছে শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্য ৪ দিন আগে থেকেই। স্কুল কলেজ সহ বিভিন্ন অফিস আদালতে যেতে হিমশিম খাচ্ছেন নিত্যযাত্রীরা ও অফিস যাত্রীরা। চার দিন আগে থেকে রাস্তা থেকে বাস তুলে নেওয়ায় ক্ষুব্ধ বাস মালিক সংগঠন ও। অভিযোগ রাস্তা থেকে প্যাসেঞ্জার নামিয়ে বাসগুলিকে গ্রামের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সবই করছে শাসক দলের লোকজন।