Symptoms Of Cancer: ক্যামেরায় ক্যানসার ধরা পড়বে

Symptoms Of Cancer: ক্যামেরায় ক্যানসার ধরা পড়বে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 4:28 PM

ছবি তোলার সময়ে রেড আই এফেক্ট সাধারণ বিষয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে চোখে সাদা এলোর প্রতিফলন হলে সাবধান। এটা ক্যানসারের উপসর্গও হতে পারে। চোখের দুটি ক্যানসার রেটিনোব্লাসটোমা ও কোলয়েডাল মেলানোমাস।

ছবি তোলার সময়ে রেড আই এফেক্ট সাধারণ বিষয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে চোখে সাদা এলোর প্রতিফলন হলে সাবধান। এটা ক্যানসারের উপসর্গও হতে পারে। চোখের দুটি ক্যানসার রেটিনোব্লাসটোমা ও কোলয়েডাল মেলানোমাস। এই ২টি ক্যানাসারের উপসর্গই হল চোখের তারায় সাদা আলোর প্রতিফলন। ছবি তুলতে গেলেই ধরা পড়ে এই উপসর্গ।

সাধারণত শিশুদের মধ্যে এই ক্যানসার দেখা যায়। তবে যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। দুটি বা একটি চোখে হতে পারে রেটিনোব্লাসটোমা। রেটিনোব্লাসটোমার অন্য উপসর্গ চোখের চারপাশে ফোলা ভাব। চোখের মণির নড়াচড়ায় নিয়ন্ত্রণ থাকে না। চোখে ব্যথা হয়। শিশুরা ঘনঘন চোখ রগড়ায়। রেটিনার পিছন দিকে হয় কোলয়েডাল মেলানোমাস। এই ক্যানসারে চোখের দৃষ্টিশক্তি কমে আসে। চোখের এই ক্যানসার ছোটদের বেশি হয়। বিশেষজ্ঞরা তাই অভিভাবকদের সচেতন থাকতে বলছেন।