21 July BDO Office Encirclement: জামুরিয়াতে তুমুল ধস্তাধস্তি!

21 July BDO Office Encirclement: জামুরিয়াতে তুমুল ধস্তাধস্তি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2023 | 5:01 PM

Sukanta Majumder: বিজেপি নেতা তাপস রায় জামুরিয়া মন্ডল ২ এর বিজেপি সভাপতি রমেশ ঘোষ অভিযোগ করেন নমিনেশন থেকে শুরু করে ভোটের দিন ও গণনা দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। প্রশাসনের প্রত্যক্ষ মত লুট হয়েছে।

আসানসোল : পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের নেতৃত্বে ২১ শে জুলাই সারা রাজ্যব্যাপী বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে, বিজেপি নেতাকর্মীরা জামুরিয়া বিডিও অফিসের মূল দরজার সামনে ভেঙে ঢুকতে গেলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

বিজেপি নেতা তাপস রায় জামুরিয়া মন্ডল ২ এর বিজেপি সভাপতি রমেশ ঘোষ অভিযোগ করেন নমিনেশন থেকে শুরু করে ভোটের দিন ও গণনা দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। প্রশাসনের প্রত্যক্ষ মত লুট হয়েছে। সেই বিষয় নিয়ে আগাম ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুনা লোক ঘোষ মহাশয় কে স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু তারা এসে দেখেন যে বিডিও অফিসের অনেকটা দূরে পুলিশ ব্যারিকেট করে রেখেছেন। সেখানেই তাদেরকে জানানো হয় যে বিডিও ভিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে।

তাদের কাছে কোন খবর না থাকার জন্য তারা বিডিও অফিস যাবার চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত বলে জানান রমেশ ঘোষ,
এই নিয়ে জামুরিয়ার বিডিও জানান কিছু দাবি নিয়ে বিজেপি এক প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Published on: Jul 21, 2023 05:01 PM