Underwear: অন্তর্বাসেই লুকিয়ে বিপদ!

Underwear: অন্তর্বাসেই লুকিয়ে বিপদ!

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Aug 06, 2023 | 4:18 PM

Health Tips: তাই গোপনাঙ্গ ঠিক রাখতে ঢিলেঢালা অন্তর্বাস পরুন। এতে বায়ু চলাচল স্বাভাবিক হবে। কমবে ছোটো বড় সমস্যা।

পোশাক আশাক এর মতই অন্তর্বাস রোজের প্রয়োজনীয়। ছোটো থেকে বড় সবাই এর ব্যবহার করে। তবে জানেন কী এতেও লুকিয়ে বিপদ। তাহলে উপায়? গোপনাঙ্গের তাপমাত্রা ঠিক রাখতে,ঢিলেঢালা অন্তর্বাস পরুন। এগুলি অনেক ধরনের হয়। বাজারে এর অনেক রকমারি পাওয়া যায়। তবে এটি বেছে নিতে আমাদের সচেতনতা দরকার।টাইট অন্তর্বাস পড়লেই হতে পারে সমস্যা। এমন অন্তর্বাস আপনাকে ঠেলে দেয় বিপদে। নারী পুরুষ সবাই হতে পারেন এই বিপদের শিকার। জেনে নিন ভুল অন্তর্বাস এ হতে পারে কী ক্ষতি? বিশেষজ্ঞরা বলেন টাইট অন্তর্বাসে বাড়ে সমস্যা। এতে স্ক্রোটামের পাশে তাপমাত্রা বাড়ে,ফলে কমে যায় স্পার্মের সংখ্যা। পুরুষরা ভোগেন বন্ধাত্বে।মহিলারা বেশিরভাগ টাইট অন্তর্বাস পরেন। ফলে পাকস্থলীতে চাপ পড়ে। বেড়ে যায় অ্যাসিডিটি। হতে পারে চুলকানির সমস্যা। ঘামে শরীরে বেরোয় লাল ব়্যাশ। তাই গোপনাঙ্গ ঠিক রাখতে ঢিলেঢালা অন্তর্বাস পরুন। এতে বায়ু চলাচল স্বাভাবিক হবে। কমবে ছোটো বড় সমস্যা।