Jalpaiguri Cheeta Rescue: ধরা পড়ল চিতাবাঘ, দেখুন

Jalpaiguri Cheeta Rescue: ধরা পড়ল চিতাবাঘ, দেখুন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 01, 2023 | 5:23 PM

সাত সকালে বাতাবারি চা বাগানে খাঁচা বন্দি হল পূর্ণবয়স্ক চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের অন্তর্গত বাতাবারি চা বাগানে। বেশ কয়েকদিন ধরে চা বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করছিল বাগানের কর্মীরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়।

সাত সকালে বাতাবারি চা বাগানে খাঁচা বন্দি হল পূর্ণবয়স্ক চিতা বাঘ। স্বস্তির নিঃশ্বাস চা শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের অন্তর্গত বাতাবারি চা বাগানে। বেশ কয়েকদিন ধরে চা বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করছিল বাগানের কর্মীরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। বাগান কর্তৃপক্ষ বনদপ্তর এর কাছে আবেদন জানিয়েছিল সেখানে খাঁচা পাতার জন্য। ৭ দিন আগে ছাগলের টোপ দিয়ে সেখানে খাচা পাতা হয় খুনিয়া স্কোয়াডের তরফ থেকে। আজ সকালে চা বাগানের শ্রমিকরা যখন কাজ করতে যান তখন গর্জন শুনে কাছে গিয়ে দেখতে পারেন চিতাবাঘ সেই খাঁচায় ধরা পড়েছে। খবর চাউল হতে প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের। বনকর্মীরা এসে সেই চিতাবাদটিকে উদ্ধার করে নিয়ে যায়। গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।

Published on: Aug 01, 2023 04:34 PM