Uttarpara News: বিয়ে নাকি দাবার আসর?
বিয়ের অনুষ্ঠানে দাবার আসর,খাওয়া দাওয়ার সঙ্গে দাবা খেলা অভিনব বিয়ে উত্তরপাড়ায়। প্রজ্ঞানন্দ বিশ্ব দাবায় টাইব্রেকারে পরাজিত হয়েছেন কার্লসেনের কাছে। তবে ভারতের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞা যেভাবে খেলেছেন আগামী দিনে বিশ্বনাথ আনন্দের মত দাবায় বিশ্ব শাসন করবেন বলাই বাহুল্য। সেই দাবা খেলাকেই বিয়ের থিম করলেন উত্তরপাড়ার এক দাবারু।
বিয়ের অনুষ্ঠানে দাবার আসর,খাওয়া দাওয়ার সঙ্গে দাবা খেলা অভিনব বিয়ে উত্তরপাড়ায়। প্রজ্ঞানন্দ বিশ্ব দাবায় টাইব্রেকারে পরাজিত হয়েছেন কার্লসেনের কাছে। তবে ভারতের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞা যেভাবে খেলেছেন আগামী দিনে বিশ্বনাথ আনন্দের মত দাবায় বিশ্ব শাসন করবেন বলাই বাহুল্য। সেই দাবা খেলাকেই বিয়ের থিম করলেন উত্তরপাড়ার এক দাবারু। উত্তরপাড়ায় হল অভিনব এক বিয়ের আসর। যেখানে নিমন্ত্রিতদের অনেকেই দাবা খেলোয়ার বা কোচ। তাদের জন্য বিয়ে বাড়িতেই হল দাবা খেলার আয়োজন। পাত্র দীর্ঘদিনের দাবা খেলোয়াড়,উত্তরপাড়া শহরে এক দশকেরও বেশি সময়ের বসবাস শিবশঙ্করের। একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিব। এরপর বিগত ৮ বছর ধরে কোচিং এর দায়িত্ব সামলাচ্ছেন। পাত্রী পুজা হাওড়া বেলুড়ের বাসিন্দা। অবশেষে চার হাত এক হয়ে আজ উত্তরপাড়া সাক্ষী থাকলো এক অভিনব বিয়ের আসরের। যেখানে আমন্ত্রিতরা সকলেই এক বোর্ড করে দাবা খেললেন। ছোট থেকে বড় সকলেই এই রবিবাসরীয় দুপুরে তাদের মগজ ঝালিয়ে নিলেন। আগামী প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলে মেয়েদের বুদ্ধির বিকাশে সহযোগিতা করতে উৎসাহ দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান শিবশঙ্কর। নিমন্ত্রিতরা অনেকেই দাবা খেলার সঙ্গে যুক্ত সর্বপরি পাত্র একজন দাবারু তাই তার বিয়েতে দাবার আসর বসায় খুশি নিমন্ত্রিতরা। শিবশঙ্কর ও পুজার এই বিয়েতে অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানাবার পাশাপশি আগামীতে যাতে এই ধরনের আরও দাবা খেলার আয়োজন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আয়োজন করা হয় সেই আহ্বান জানান।