Chinsura Dengue Awareness: মশা খুঁজতে উড়ছে ড্রোন!

Chinsura Dengue Awareness: মশা খুঁজতে উড়ছে ড্রোন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 22, 2023 | 7:05 PM

মশা মারতে কামান দাগার প্রবাদ আছে,ডেঙ্গির বারবাড়ন্তে দুশ্চিন্তায় প্রশাসন। এবার মশা খুঁজতে আকাশে ড্রোন ওড়ালো হুগলি চুঁচুড়া পুরসভা। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্ত এগারোশো ছাড়িয়েছে। গত তিন দিনে গ্রাম ও শহরাঞ্চলে ১৫৫ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে।

মশা মারতে কামান দাগার প্রবাদ আছে,ডেঙ্গির বারবাড়ন্তে দুশ্চিন্তায় প্রশাসন।এবার মশা খুঁজতে আকাশে ড্রোন ওড়ালো হুগলি চুঁচুড়া পুরসভা। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্ত এগারোশো ছাড়িয়েছে।গত তিন দিনে গ্রাম ও শহরাঞ্চলে ১৫৫ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে।এক মাসে ৭৭৮ জন।জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর থেকে বারবার প্রচার করা হলেও সচেতনতার অভাবে ডেঙ্গি বাড়ছে বলে মনে করা হচ্ছে।তাই মশা মারতে কামান দাগার পাশাপাশি মশা খুঁজতে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে।চুঁচুড়া শহরের মধ্যভাগে অবস্থিত একটি আবাসনের ছাদ থেকে ড্রোন ওড়ানো হয়।চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরে সিআইসি জয়দেব অধিকারী উপস্থিত ছিলেন।জয়দেব অধিকারী বলেন, পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে ডেঙ্গি মোকাবেলায় পুরসভা গুলো কাজ করছে।এবারে একটু আগে থেকেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে।অন্যান্য বারের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেশি।আমরা পুরসভা থেকে নানা রকম ব্যবস্থা নিয়েছি।মানুষকেও সচেতন হতে বলছি।বিশেষত ঘিঞ্জি এলাকায় দেখা যাচ্ছে ডেঙ্গি হচ্ছে।ডেঙ্গুর লার্ভা তোমাদের পাড়ে এমন এলাকা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি ড্রোনের মাধ্যমে।কারো ছাদে জল জমা থাকলে বা বাড়ির পিছনে কোথাও জল জমে থাকলে এখানে লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হুগলি চুঁচুড়া পুরসভায় এখনো পর্যন্ত ৪৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।