Side Effects Of Cholesterol: কোলেস্টেরল থেকে স্মৃতিলোপ
রক্তে কোলেস্টেরল বাড়লে সঙ্কুচিত হয় রক্তনালী। বাড়ে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি। এবার জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা ওঠা নামায় ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বাড়ে।
রক্তে কোলেস্টেরল বাড়লে সঙ্কুচিত হয় রক্তনালী। বাড়ে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি। এবার জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা ওঠা নামায় ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বাড়ে। ১৩ বছর ধরে ৬০ এর বেশি ১১,৫৭১ জনের মধ্যে গবেষণাটি চলে। এর ৫৪% মহিলা ও ৪৬% পুরুষ। ওই গবেষণায় দেখা গেছে। যাদের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা ওঠা নামা করে তাঁদের ডিমেনশিয়ার ঝুঁকি ২৩% বেশি। গবেষণায় প্রথম ৫ বছর মাপা হয়েছে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা। পরের ১৩ বছর দেখা হয় মানসিক অবস্থা। ১৩ বছর পরে দেখা যায় ২,৪৭৩ জন অ্যালঝাইমার্স ও অন্য ডিমেনশিয়ায় আক্তান্ত। ওই ২,৪৭৩ জনের ২,৩১১ জনেরই কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড মাত্রা ওঠা পড়া করত। ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরলের মাত্রা অনুযায়ী ১ থেকে ৫ রেটিং করা হয়। ১ গোষ্ঠীর রোগীদের মধ্যে স্মৃতিভ্রংশের প্রবণতা লক্ষ্য করা যায়। আমেরিকার মেয়ো ক্লিনিকে সুজেট জে বিলিনস্কির তত্ত্বাবধানে এই গবেষণাটি হয়।