কাজ করছে না কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন পোর্টাল

Debasmita Chakraborty | Edited By:

May 27, 2021 | 2:22 PM

ঠিক মতো কাজ করছে না 'কো-উইন ২.০' অ্যাপ।

Follow Us

গণ টিকাকরণের শুরুতেই হোঁচট। ঠিক মতো কাজ করছে না ‘কো-উইন ২.০’ অ্যাপ। মাঝেমধ্য়েই অকেজো হয়ে পড়ছে পোর্টাল। দ্বিতীয় ডোজের টিকাকরণ স্থগিত রাখতে বাধ্য হল এসএসকেএম. আরজি কর, বেলেঘাটা আইডি, এম আর বাঙুর হাসপাতাল।

রাজ্যে টিকা দেওয়ার জন্য ১২৬টি সেশন সাইট বেছে নেওয়া হয়েছিল। এক একটি সেশন সাইটে ২০০ জনকে টিকা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা হয়। তাঁদের মধ্যে ১০০ জন, যাঁরা আগে থেকেই নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ৫০ জন, যাঁরা দ্বিতীয় ডোজের টিকা নেবেন। বাকি ৫০ জন, যাঁরা সেশন সাইটে এসে সরাসরি নাম নথিভুক্ত করবেন। সোমবার সকাল থেকেই নাম নথিভুক্তকরণ শুরু হয়। কিন্তু পোর্টালে তা নথিভুক্ত করা সম্ভব হয় দুপুর ১২টার পর। কারণ তার আগে পোর্টাল লগ ইন করা সম্ভব হয়নি।

 

 

 

 

গণ টিকাকরণের শুরুতেই হোঁচট। ঠিক মতো কাজ করছে না ‘কো-উইন ২.০’ অ্যাপ। মাঝেমধ্য়েই অকেজো হয়ে পড়ছে পোর্টাল। দ্বিতীয় ডোজের টিকাকরণ স্থগিত রাখতে বাধ্য হল এসএসকেএম. আরজি কর, বেলেঘাটা আইডি, এম আর বাঙুর হাসপাতাল।

রাজ্যে টিকা দেওয়ার জন্য ১২৬টি সেশন সাইট বেছে নেওয়া হয়েছিল। এক একটি সেশন সাইটে ২০০ জনকে টিকা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা হয়। তাঁদের মধ্যে ১০০ জন, যাঁরা আগে থেকেই নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ৫০ জন, যাঁরা দ্বিতীয় ডোজের টিকা নেবেন। বাকি ৫০ জন, যাঁরা সেশন সাইটে এসে সরাসরি নাম নথিভুক্ত করবেন। সোমবার সকাল থেকেই নাম নথিভুক্তকরণ শুরু হয়। কিন্তু পোর্টালে তা নথিভুক্ত করা সম্ভব হয় দুপুর ১২টার পর। কারণ তার আগে পোর্টাল লগ ইন করা সম্ভব হয়নি।

 

 

 

 

Next Video