দ্বিতীয় ডোজ়ের টিকাকরণের শুরুতেই হোঁচট, কী ঘটল এসএসকেএম, আরজি কর হাসপাতালে?
দ্বিতীয় ডোজের টিকাকরণ (COVID Vaccine) স্থগিত রাখতে বাধ্য হল এসএসকেএম (SSKM) , আরজি কর (R G Kar Medical College Hospital), বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital), এম আর বাঙুর হাসপাতাল (M R Bangur Hospital)।
কলকাতা: গণ টিকাকরণের (COVID Vaccine) শুরুতেই হোঁচট। ঠিক মতো কাজ করছে না ‘কো-উইন ২.০’ (Cowin 2.0) অ্যাপ। মাঝেমধ্য়েই অকেজো হয়ে পড়ছে পোর্টাল। দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ স্থগিত রাখতে বাধ্য হল এসএসকেএম (SSKM) , আরজি কর (R G Kar Medical College Hospital), বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital), এম আর বাঙুর হাসপাতাল (M R Bangur Hospital)।
রাজ্যে টিকা দেওয়ার জন্য ১২৬টি সেশন সাইট বেছে নেওয়া হয়েছিল। এক একটি সেশন সাইটে ২০০ জনকে টিকা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা হয়। তাঁদের মধ্যে ১০০ জন, যাঁরা আগে থেকেই নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ৫০ জন, যাঁরা দ্বিতীয় ডোজ়ের টিকা নেবেন। বাকি ৫০ জন, যাঁরা সেশন সাইটে এসে সরাসরি নাম নথিভুক্ত করবেন। সোমবার সকাল থেকেই নাম নথিভুক্তকরণ শুরু হয়। কিন্তু পোর্টালে তা নথিভুক্ত করা সম্ভব হয় দুপুর ১২টার পর। কারণ তার আগে পোর্টাল লগ ইন করা সম্ভব হয়নি।
সূত্রের খবর, লগ ইন করার পর এক জন কিংবা দু’জন টিকা নেওয়ার সুযোগ পেলেও, তারপর পোর্টালে গোলযোগ দেখা যায়।তারপর আর লগ ইন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আরজিকর, এসএসকেএম, এম আর বাঙুর. বেলেঘাটা আইডি হাসপাতালের আধিকারিকদের একই বক্তব্য। দ্বিতীয় ডোজের যাঁরা টিকা নিতে এসেছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। বিকাল তিনটের পর তাঁদের ফের এসে খোঁজ নেওয়ার কথা বলা হয় হাসপাতালের তরফে। ভিড় সামলাতে দ্বিতীয় ডোজ়ের যাঁরা টিকা নিতে এসেছিলেন, তাঁদের ফিরে যেতে অনুরোধ করা হয়।
আরও পড়ুন: এবার কয়লাকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে একাধিক আইপিএস কর্তা, নামের তালিকা তৈরি হলেই তলব
উল্লেখ্য, এ দিন ভোট কর্মীদের টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরাও টিকা না নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হন। সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ায় দেরি হতে শুরু করেছে। টিকা না নিয়ে ভোট কর্মীরা কীভাবে নির্বাচনের কাজে অংশ নেবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে কো-উইন ২.০ এর ড্রাই রানের জন্য গত শুক্র ও শনিবার টিকাকরণ প্রক্রিয়া বন্ধ ছিল। চিকিৎসক মহলের একাংশ বলছে, এক দিনের টিকাকরণ কর্মসূচি বন্ধ হওয়া মানে অনেক মানুষের টিকা পেতে দেরি হয়ে গেল। প্রশ্ন উঠছে. যেখানে ‘কো-উইন’ টিকাকরণ প্রক্রিয়াকে সরলীকরণ করার ক্ষেত্রেই আনা হয়েছিল, তাহলে এত বিভ্রাট দেখা দিচ্ছে কেন?