Panchayat Election 2023: জোট প্রার্থীর হামলা, অশান্তি থামছেই না!

Panchayat Election 2023: জোট প্রার্থীর হামলা, অশান্তি থামছেই না!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 10, 2023 | 8:40 PM

জোট প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজি, আতঙ্কে ঘরছাড়া এলাকার মানুষ। পুনর্নির্বাচনেও আবার অশান্তির ছবি দেখা গেল মালদার সুলতান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাহাপুর এলাকায়।

জোট প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজি, আতঙ্কে ঘরছাড়া এলাকার মানুষ। পুনর্নির্বাচনেও আবার অশান্তির ছবি দেখা গেল মালদার সুলতান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাহাপুর এলাকায়। জোট প্রার্থী আসরাফুল হকের বাড়িতে হামলা বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে জোট প্রার্থী আসরাফুল হকের বাড়ি,বাইক ও আসবাবপত্র।এমনকি গোয়াল ঘর থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে গোবাদী পশুও। তৃনমূলের সশস্ত্র হামলায় আতঙ্কে বাড়ি ছাড়া আসরাফুল হক ও তার পরিবার।থমথমে পরিস্থিতি সাহাপুর এলাকায়।

উল্লেখ্য,শনিবার সাহাপুর ৪৫ নং বুথে ছাপ্পা ভোট ও ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃনমূলের বিরুদ্ধে।নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকে ৩টি বুথে ও হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকে ৮ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে।অভিযোগ,আজ সকালবেলা ৪৫ নং বুথের মানুষ ভোট দিতে গেলে তৃনমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাদের পথ আটকে হুমকি দিতে থাকে।শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় কিছু মানুষ ভোট দিতে যায়।