Benefits of Hair Oil: তেলে চুল তাজা
তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেল মালিশ কেন করি আমরা? তেল মালিশে স্ক্যল্পের রক্ত সঞ্চালন বাড়ে। কীভাবে চুলে তেল মাখবেন? আঙুলের ডগায় তেল নিয়ে চুলের গোড়ায় হালকা মালিশ করুন। চুলের ফলিকলে পুষ্টি দেয় মালিশ।তেলের ফ্যাটি অ্যাসিড চুলের উপকার করে।
তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেল মালিশ কেন করি আমরা? তেল মালিশে স্ক্যল্পের রক্ত সঞ্চালন বাড়ে। কীভাবে চুলে তেল মাখবেন? আঙুলের ডগায় তেল নিয়ে চুলের গোড়ায় হালকা মালিশ করুন। চুলের ফলিকলে পুষ্টি দেয় মালিশ। ১০ মিনিট ম্যাসাজ করে আধঘণ্টা মাথা ঢেকে রাখুন। আধঘণ্টা পরে শ্যাম্পু করুন। এতে ভাল ফল মেলে। তেলের ফ্যাটি অ্যাসিড চুলের উপকার করে। এতে চুল পড়া কমে, চূলের জেল্লা বাড়ে আর স্ক্যাল্পের এক্সফোলিয়েশন হয়। চুলে ম্যাসাজের জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল, আমলকি তেল, আমন্ড, ভৃঙ্গরাজ ও আর্গন তেল। সপ্তাহে ৩ দিন তেল মাখতে পারেন চুলে। স্ক্যল্পে সংক্রমণ ও খুশকি থাকলে তেল না মাখাই ভাল। এই ধরনের সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।