Digha News: দিঘায় পড়ছেন সমস্যায়? অভিযোগ জানান রাস্তাতেই!

Digha News: দিঘায় পড়ছেন সমস্যায়? অভিযোগ জানান রাস্তাতেই!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 09, 2023 | 5:41 PM

পর্যটক স্বাচ্ছন্দে আরো বাড়তি নজর, দিঘায় পর্যটকদের অভিযোগ জানতে মোড়ে মোড়ে বসানো হলো কমপ্লেন বক্স। সব অভিযোগ এবার কড়া হাতে দমন করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ। কমপ্লেন বক্সে অভিযোগ জমা পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছে।

বর্তমান সরকারের হাত ধরে সেজে উঠেছে দিঘা। সেই দিঘায় এখন প্রতিদিনের পাশাপাশি শনি ও রবিবার লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটছে। বিভিন্ন সময় পর্যটকদের নানা সমস্যা ও অভিযোগ উঠে আসে। সে হোটেল ভাড়া হোক কিংবা খাবারের জিনিস বা অন্যান্য জিনিসের দাম বেশি করে নেওয়া হয়। সেই সমস্ত অভিযোগ এবার প্রশাসন কড়াহাতে দমন করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ। দিঘা শংকর উন্নয়ন কর্তপক্ষের পক্ষ থেকে দিঘার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কমপ্লেন বক্স। সেই বক্সে অভিযোগ জমা পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছে

‘জেলাশাসক পূর্ণেন্দু মাজি। দিঘার বিভিন্ন জায়গায় মোট ২০ টি কমপ্লেন বক্স বসানো হচ্ছে। সেই বক্সে জমা হওয়া অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন জেলা শাসক।’