Heart Failure Due to Cough And Cold: সারাবছর সর্দিকাশি হালকা ভাবে নেবেন না
বছরভর সর্দিকাশি হয় অনেকের। এরকম সমস্যা যদি ক্রনিক হয় তাহলে সতর্ক হোন। এতে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ে। একে বলে পালমোনারি হাইপারটেনশন। হু বলছে বিশ্ব জুড়ে বাড়ছে পালমোনারি হাইপারটেনশন জনিত হার্ট ফেইলিওর। শেষ ১০ বছরে হার্ট ফেইলিওরের সংখ্যা বেড়েছে ২৫% । তাই উপেক্ষা করবেন না সর্দিকাশি।
বছরভর সর্দিকাশি হয় অনেকের। এরকম সমস্যা যদি ক্রনিক হয় তাহলে সতর্ক হোন। এতে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ে। একে বলে পালমোনারি হাইপারটেনশন। হু বলছে বিশ্ব জুড়ে বাড়ছে পালমোনারি হাইপারটেনশন জনিত হার্ট ফেইলিওর। শেষ ১০ বছরে হার্ট ফেইলিওরের সংখ্যা বেড়েছে ২৫% । তাই উপেক্ষা করবেন না সর্দিকাশি।
ফুসফুসের ধমনী পুরু হলে ধমনীতে রক্তের চাপ বাড়ে। এতে হৃৎপিণ্ডের কাজ ব্যহত হয়। এতে হার্টে চাপ পড়ে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ গুলি দুর্বল হয়ে পড়ে। হার্ট, লাং সহ বিভিন্ন অঙ্গে রক্তের প্রবাহ ব্যহত হয়। শুরু হয় বুকে ব্যথা ও কাশি। হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়তে শুরু করে। পালমোনারি হাইপারটেনশন। তাই দমকে দমকে কাশি, বুকে ব্যথা থাকলে উপেক্ষা করবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এই রোগে রোগী মৃত্যুর হারও ধীরে ধীরে উরধ্মুখি। প্রতিদিন শরীর চর্চা ও সঠিক জীবনযাপন দূরে রাখে এই অসুখের সম্ভাবনা।